অনলাইন ডেস্ক
ক্লাবের হয়ে লিও মেসি জিতেছেন সম্ভাব্য সবকিছু। তবে দেশের জার্সিতে শিরোপা শূন্য এই ফুটবল যাদুকর। কোপায় বন্ধাত্ব ঘোচানোর দারুণ সময়। তার আগে শেষ আটে পেরুতে হবে ইকুয়েডর বাধা।
চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে শেষ আটে নাম লেখায় আর্জেন্টিনা। শুরুতে তারা খুব একটা ভালো খেলতে পারছিল না। ১-১ গোলে ড্র করে চিলির সঙ্গে। লিওনেল মেসির গোলে এগিয়ে যাওয়া আর্জেন্টিনার লাগাম টেনে ধরেন চিলির তারকা এডুয়ার্ডো ভার্গাস।
দ্রুতই ঘুরে দাঁড়ায় লিওনেল স্কালোনির শিষ্যরা। ফিরে আসে জয়ের ধারায়। উরুগুয়েকে ১-০ গোলে হারানোর পর প্যারাগুয়েকেও একই ব্যবধানে হারিয়ে তিন পয়েন্ট পায় আর্জেন্টিনা। গ্রুপে নিজেদের শেষ ম্যাচে মেসির জোড়া গোলে বলিভিয়াকে ৪-১ গোলের বড় ব্যবধানে হারায় সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা। কোয়ার্টার ফাইনালেও ইকুয়েডরের বিপক্ষে জয়ের ধারাবাহিকতায় থাকতে চায় আর্জেন্টিনা।
মেসি আসরে সর্বাধিক তিন গোল করেছেন সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও তিনটি গোল। এরই মধ্যে তাঁর আন্তর্জাতিক গোল হয়েছে ৭৫টি। সার্জিও এগুয়েরোও দারুণ খেলছেন। আগের দুই ম্যাচে ধারাবহিক ভালো খেলেছেন সদ্যই বার্সেলোনায় যোগ দেওয়া এই স্ট্রাইকার। তাই এই ম্যাচে আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা প্রবল।
অবশ্য টুর্নামেন্টে এখনো জয়ের দেখা পায়নি ইকুয়েডর। স্বাগতিক ব্রাজিলকে ১-১ গোলে রুখে দিয়ে শেষ আটে ওঠে তারা। এদিকে আর্জেন্টিনাকে ফেভারিট মানলেও, ছাড় দিতে নারাজ ইকুয়েডর। নিজেদের শেষ ম্যাচে ব্রাজিলের সঙ্গে ড্র করেছে দলটি। সেই আত্মবিশ্বাস কাজে লাগাতে চায় তারা।
ম্যাচটি শুরু হবে রোববার (৪ জুলাই) বাংলাদেশ সময় সকাল ৭টায়। সরাসরি সম্প্রচার সনি সিক্স ও সনি টেন-২। অনলাইনে বেস্ট বায়োস্কোপের ওয়েবসাইটে দেখা যাবে।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা