অনলাইন ডেস্ক
বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইউরোপীয় অঞ্চলের পরিচালক ডা. হ্যান্স ক্লুগা বলেন, ডেল্টা ভেরিয়েন্টের উচ্চ সংক্রমণের মধ্যে ইউরোপের পশ্চিমাঞ্চল থেকে পূর্ব দিকে ওমিক্রনের একটি ঢেউ বয়ে যাচ্ছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, নতুন বছরের প্রথম সপ্তাহে গোটা ইউরোপজুড়ে সত্তর লাখেরও বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওমিক্রনের সংক্রমণ নিয়ে আশঙ্কার কথা জানাল। গত দুই সপ্তাহে সংক্রমণের হার দ্বিগুন হয়েছে ইউরোপে।
ডা. হ্যান্স ক্লুগা এক সংবাদ সম্মেলনে বলেছেন, গত বছরের শেষভাগে ইউরোপজুড়ে ডেল্টা সংক্রমণের বড় ধাক্কা সামলেছে ইউরোপ। এবার দেখা যাচ্ছে, ইউরোপের পশ্চিম থেকে পূর্ব দিকের দেশগুলোতে ওমিক্রনের বিস্তার ক্রমশ বাড়ছে।’
যুক্তরাষ্ট্রের সিয়াটলভিত্তিক ইনস্টিটিউট ফর হেলথ মেট্রিক্স অ্যান্ড ইভালুয়েশনের উদ্ধৃতি দিয়ে তিনি এসময় পূর্বাভাস দেন, ‘আগামী ছয় থেকে আট সপ্তাহের মধ্যে এই অঞ্চলের জনসংখ্যার ৫০ শতাংশেরও বেশি মানুষ ওমিক্রণে সংক্রামিত হবেন।’
তিনি বলেন, ভাইরাস পশ্চিম ইউরোপের দেশগুলো থেকে বলকান অঞ্চলের দেশগুলোতে ছড়িয়ে পড়তে থাকায় ইউরোপীয় এবং মধ্য এশিয়ার দেশগুলো চরম চাপের মধ্য দিয়ে যাচ্ছে।
সোমবার যুক্তরাজ্যে নতুন ১৪২,২২৪ জনের ভাইরাস সংক্রমণ শনাক্ত হয়েছে এবং ৭৭ জনের মৃত্যু হয়েছে। বেশ কয়েকটি হাসপাতাল কর্মীদের অনুপস্থিতি এবং কোভিড রোগীর চাপের কারণে পরিস্থিতি জটিল আকার ধারণ করার ঘোষণা দিয়েছে।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা