রুদ্ধশ্বাস ফাইনালের রেশ রয়ে গেছে এখনো। ওভার থ্রোতে আম্পায়ারের ভুলে ৫ এর জায়গায় ইংল্যান্ডকে ৬ রান দেওয়ায় আম্পায়ারদের সমালোচনাও করছেন সাবেকরা। অনিচ্ছাকৃতভাবে ব্যাটে বল লেগে বাউন্ডারি হওয়ায় কিউই অধিনায়ক কেন উইলিয়ামসনের কাছে ক্ষমা চেয়েছেন বেন স্টোকস। এবার ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসন জানাচ্ছেন, সেই বাউন্ডারিটি চাননি স্টোকস। আম্পায়ারদের কাছে ওভার থ্রোর ৪ রান না দিতে নাকি অনুরোধ জানান তিনি। বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে অ্যান্ডারসন বলেছেন, ‘‘ক্রিকেটের শিষ্টাচার হচ্ছে বল থ্রো করার পর শরীরে লেগে ফাঁকায় চলে গেলে রান না নেওয়া। তবে বল বাউন্ডারি হয়ে গেলে নিয়ম বলছে এটা ৪ রান। এতে ব্যাটসম্যানের কিছু করার নেই। আমি মাইকেল ভনের সঙ্গে কথা বলেছি। তিনি স্টোকসকে আম্পায়ারের দিকে এগিয়ে যেতে দেখেন। আর বলতে শোনেন, ‘আপনি কি ৪ রানের সিদ্ধান্ত তুলে নিতে পারেন? আমরা এটা চাই না।’ কিন্তু ওভার থ্রোর জন্য কিছু করার ছিল না আম্পায়ারদের।’’
সেই বাউন্ডারির সঙ্গে ২ রান মিলিয়ে আম্পায়াররা দেন ৬ রান। কিন্তু এটা ছিল ৫ রান। আম্পায়ারের এমন ভুলেই ম্যাচ গড়ায় সুপার ওভারে। আম্পায়ারের এমন ভুল নিয়ে এত দিন চুপ থাকলেও ফক্স স্পোর্টসে আইসিসির এক কর্তার বাখ্যা, ‘খেলার নিয়ম ও আইন মাথায় রেখে মাঠের আম্পায়াররা নিজেদের বিচক্ষণতা অনুযায়ী সিদ্ধান্ত দেন। নীতির জায়গা থেকে আমরা আম্পায়ারদের কোনো সিদ্ধান্ত নিয়ে মন্তব্য করতে পারি না।’ মানে দায়টা এড়িয়ে গেল আইসিসি। বিবিসি
NB:This is post copied from kalerkantho
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা