সিনিয়র প্রতিবেদক আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অন ক্যান্সার- আইএআরসি’র সর্বশেষ প্রকাশিত হিসেব অনুযায়ী, বাংলাদেশে নারীদের মধ্যে স্তন ক্যান্সারের স্থান শীর্ষে (১৯%)। নারী-পুরুষ মিলিয়ে হিসেব করলে ৮.৫%। বাংলাদেশে প্রতি বছর ১২,৭৬৪ জন নারী স্তন ক্যান্সারে আক্রান্ত হয়। মারা যায় ৬,৮৪৪ জন। তাই দেশের নারীদেরকে সচেতন করতে আগামীকাল ১০ অক্টোবর সারাদেশে স্তন ক্যান্সার সচেতনতা দিবস পালিত হবে। আজ বুধবার বাংলাদেশ স্তন ক্যান্সার সচেতনতা ফোরামের প্রধান সমন্বয়কারী ডাঃ মোঃ হাবিবুল্লাহ তালুকদার রাসকিন একথা বলেন। তিনি বলেন, স্তন ক্যান্সার সচেতনতা ও স্ক্রিনিং, কেন চাই? কিভাবে চাই? – এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ স্তন ক্যান্সার সচেতনতা ফোরামের ব্যানারে ১২টি স্বেচ্ছাসেবী জাতীয় ও আন্তর্জাতিক সংগঠন এবং ৬৮টি রোটারি ক্লাবের মোর্চা যৌথভাবে ৭ম বারের মত আগামিকাল ১০ অক্টোবর বৃহস্পতিবার সারাদেশে ‘স্তন ক্যান্সার সচেতনতা দিবস’ পালন করবে। তিনি জানান, সচেতনতা বৃদ্ধির পাশপাশি আমরা এবার স্তন ক্যান্সার স্কৃনিং কার্যক্রমে সবাইকে উৎসাহিত করার উপর জোর দিচ্ছি। প্রাথমিক অবস্থায় ধরা পড়লে , সঠিক ও পূর্ণ চিকিৎসায় ৯০ ভাগ এর উপর স্তন ক্যান্সার রোগী সুস্থ হওয়া সম্ভব। কিন্তু সচেতনতা ও স্ক্রীনিং কার্যক্রম হওয়া উচিত সমাজভিত্তিক, সুপরিকল্পিত ও টেকসই। তিনি দিবসটি পালন উপলক্ষে কর্মসূচি সম্পর্কে জানান, আগামীকাল কেন্দ্রীয়ভাবে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে সকাল ১১টায় একটি গোলটেবিল আলোচনার আয়োজন করা হয়েছে “ স্তন ক্যান্সার সচেতনতা ও স্ক্রিনিং ঃ কেন চাই? কিভাবে চাই? “ শিরোনামে। এতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কনক কান্তি বড়ুয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। প্যানেল আলোচক হিসেবে অধ্যাপক শুভাগত চৌধুরী, অধ্যাপক মোজাহেরুল হক, অধায়পক সাবেরা খাতুন, অধ্যাপক স্বপন বন্দ্যোপাধ্যায় সহ সংগঠক, ক্যান্সার সারভাইভারগণ অংশ নিবেন। সূচনা বক্তব্য ও সঞ্চালনায় জাতীয় ক্যান্সার গবেষণা ইন্সটিটিউটের ক্যান্সার ইপিডেমিওলোজি বিভাগের প্রধান ডাঃ হাবিবুল্লাহ তালুকদার রাসকিন। এছাড়া, সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও বাংলায় লেখা তথ্যসমৃদ্ধ লিফলেট বিতরণ করা হবে। এছাড়া সারাদেশে বিভিন্ন ব্যানারে দিবসটি পালন করা হবে।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা