অনলাইন ডেস্ক
শনিবার (৯ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।
চাল, তেল, চিনি, গ্যাস, বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দামের ঊর্ধ্বগতি, সাধারণ মানুষের ভোগান্তি ও দেশব্যাপী দুর্নীতির প্রতিবাদ এবং বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে এ সমাবেশ করা হয়।
সম্প্রতি গ্রেপ্তার হওয়া বিএনপি নেতা ইশরাক হোসেনের মুক্তির দাবি জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘বিএনপির মূল দলসহ শ্রমিক দলের নেতাদের বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে। এর একটাই কারণ, বিএনপির নেতাকর্মীরা প্রতিবাদ করেছে। তাই, আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে আওয়ামী লীগ আবার খেলা শুরু করেছে। আমাদের দলের নেতাকর্মীদের আটকে রেখে, মিথ্যা মামলা দিয়ে আওয়ামী লীগ একতরফাভাবে নির্বাচন করে বিজয়ী হতে চায়।’
সাম্প্রতিক ঢাকাসহ সারা দেশে ডায়রিয়ার প্রকোপের কথা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘কেন এত মানুষের ডায়রিয়া হচ্ছে? কারণ, এ ঢাকা শহরের সব ট্যাপের পানিতে দুর্গন্ধ এবং ব্যাকটেরিয়া দিয়ে বোঝাই। ফলে, প্রতিদিন দেড় হাজারের মতো মানুষ ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে।’
দ্রব্যমূল্য বৃদ্ধির পেছনে বিএনপির কারসাজি আছে, তথ্যমন্ত্রীর এমন বক্তব্যের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, ‘দেশে যা কিছু ঘটে, তার পেছনেই সরকার বিএনপির হাত খোঁজে। কথা হচ্ছে, বিএনপি যদি সবকিছু ঘটাতে পারে, তাহলে আপনারা ক্ষমতায় আছেন কেন? ক্ষমতা ছেড়ে দেন। বিএনপির হাতে ক্ষমতা দেন। দেখেন বিএনপি সুন্দরভাবে দেশ চালাতে পারে কি না।’
বিএনপির মহাসচিব বলেন, ‘চাল, ডাল, চিনি, তেল, গ্যাস কোনোটার দামই সরকারের নিয়ন্ত্রণে নেই। সরকার আজ শ্রমিক, কৃষক এবং মেহনতি জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এখন আমাদের আর ঘরে বসে থাকার সময় নেই। পরিবর্তন আনতে হবে। এ পরিবর্তন আনার জন্য জুলুমবাজ সরকারকে সরাতে ঐক্যবদ্ধ আন্দোলন করতে হবে। সবাইকে একজোট হতে হবে।’
শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইনের সভাপতিত্বে সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, যুগ্ম মহাসচিব মজিবর রহমান সারোয়ার প্রমুখ বক্তৃতা করেন।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা