অনলাইন ডেস্ক
বিএনপি জোটের অবরোধে দেশের বিভিন্ন এলাকায় গাড়িতে আগুন দেয়া হয়েছে। গতরাত থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত অবরোধকারীরা ঢাকা ও কয়েক জেলায় ১৩টি গাড়িতে আগুন দিয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তার মধ্যে ঢাকা মহানগরীতে গতরাতে ৫টি গাড়ীতে আগুন দেয়া হয়।
ঢাকার বাইরের বিভিন্ন জেলায় অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল ও গাড়ি ভাঙ্গচুর করেছে বিএনপির নেতাকর্মীরা।
চট্টগ্রাম মহানগরীর ওয়ারলেস গেইট এলাকায় গতরাতে মশাল মিছিল বের করে বিএনপি। এসময় পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। বিক্ষোভকারীরা বেশ কয়েকটি গাড়ি ভাংচুর করে।
বগুড়ায় বৃহস্পতিবার সকাল থেকেই বগুড়া-রংপুর মহাসড়কে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে বিএনপির নেতাকর্মীরা। বুধবার রাতে দুটি পণ্যবাহী ট্রাকে আগুন ধরিয়ে দেয় তারা।
সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে মুরগির খাদ্যবাহী একটি ট্রাকে আগুন দিয়েছে অবরোধকারীরা। আরও কয়েকটি গাড়ি ভাঙচুর করে তারা।
সিলেট নগরীর বিভিন্ন এলাকায় অবরোধের সমর্থনে মিছিল করেছে বিএনপি ও সহযোগী সংগঠনগুলো।
রাজধানীতে যানবাহন চলাচল স্বাভাবিক। সব ধরনের গণপরিবহন ও ব্যক্তিগত গাড়ি চলছে। সড়কে যানবাহনের ভিড় কোথাও কোথাও জটের সৃষ্টি করে।
যাত্রী পাওয়ায় টার্মিনাল থেকে দূরপাল্লার বাসও ছাড়ছে। পরিবহন মালিকরা বলছেন, তারা বাস বন্ধ রাখেননি।
নাশকতা এড়াতে সারাদেশে বাড়ানো হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা