বৃহত্তর চট্টগ্রামে পরিবহন ধর্মঘটের কারণে অচলাবস্থা সৃষ্টি হয়েছে। রবিবার ভোর থেকে চট্টগ্রাম বিভাগের ৯টি জেলায় (ব্রাহ্মণবাড়িয়া ও চাঁদপুর ছাড়া) অনির্দিষ্টকালের জন্য এই ধর্মঘট কর্মসূচি পালন করছে চট্টগ্রাম বিভাগীয় গণ ও পণ্য পরিবহন মালিক ঐক্য পরিষদ। ধর্মঘটের কারণে চট্টগ্রামের সঙ্গে কক্সবাজার, তিন পার্বত্য জেলা, নোয়াখালী, কুমিল্লা, ফেনী, লক্ষ্মীপুর জেলায় যাত্রী ও পণ্যবাহী সব ধরনের গাড়ি চলাচল বন্ধ রয়েছে। ফলে রবিবার সকাল থেকে চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। রাস্তায় গণ পরিবহন না থাকায় অনেকে তাদের গন্তব্যে যেতে পারেননি।
জানা গেছে, ৯ দফা দাবিতে গত ৪ সেপ্টেম্বর সংবাদ সম্মেলন করে ৭২ ঘণ্টার দেয়া আল্টিমেটাম দিয়েছিল বলে জানান মালিক সমিতির নেতারা। চট্টগ্রাম জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি ও উত্তর জেলা আওয়ামী লীগ নেতা মঞ্জুরুল আলম মঞ্জু বলেন, গণ ও পণ্য পরিবহনের কাগজপত্র হালনাগাদ করার জন্য জরিমানা মওকুফ করা, জরিমানা মওকুফের সিদ্ধান্ত না আসা পর্যন্ত কাগজপত্র যাচাই বাছাইয়ের নামে হয়রানি বন্ধ করাসহ ৯ দফা দাবিতে চট্টগ্রাম বিভাগের ১৪টি সংগঠন এ ধর্মঘটের ডাক দিয়েছে।
এদিকে, রবিবার সকাল থেকে গণপরিবহন সংকটে চাকরিজীবী ও শিক্ষার্থীদের চরম দুর্ভোগে পড়তে হয়েছে। বিশেষ করে নগরীর বাইরে পার্শ্ববর্তী উপজেলা শহরে থেকে যারা বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন এবং যারা নিজেদের বাড়িতে থেকে শহরের স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন তাদের ভোগান্তি হয়েছে সবচেয়ে বেশি। তাদের কাউকে কাউকে দ্বিগুণ-তিনগুণ ভাড়া দিয়ে সিএনজি অটোরিকশা ও রিকশাযোগে নগরীতে প্রবেশ করতে হয়েছে। এতে চরম দুর্ভোগ ও বিপাকে পড়তে হয়েছে সাধারণ যাত্রীদের।
NB:This post is collected from bd-pratidin.com
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা