ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে জাতীয় নাগরিকপঞ্জির (এনআরসি) চূড়ান্ত তালিকা প্রকাশ করা হচ্ছে আজ।
এই তালিকা অনলাইনে দেখা যাবে নিম্নরূপভাবে:-
www.nrcassam.nic.in or www.assam.mygov.in এখানে লগ ইন করতে হবে। এরপর এই লিঙ্কটি খুঁজে বের করুন “Supplementary Inclusions/Exclusions Lists (Final NRC) status”। টাইপ করুন অ্যাপ্লিকেশন রেফারেন্স নম্বর (এআরএন)।
অনলাইনে ২০১৮ সালের ৩০ জুলাইয়ের তালিকায় নামহীনদের আবেদন, ২০১৯ সালের জুন মাসে নামহীনদের আবেদন থাকছে। তাছাড়া ২০১৮ সালের ২০ জুলাইয়ে এনআরসি খসড়ায় নামের তালিকা থাকছে। ২০১৯ সালের ৭ সেপ্টেম্বর সমস্ত এনআরসি আবেদনকারীর নাম অনলাইনে দেখা যাবে।
এছাড়া যাদের ইন্টারনেট সুবিধা নেই তারা এনআরসি সেবা কেন্দ্র অথবা সার্কেল অফিসারের অফিস কিংবা ডেপুটি অফিসারের অফিসে গিয়ে দেখতে তালিকা দেখতে পারবেন। সকাল ১০টা থেকে বিকেল ৪টার মধ্যে এই তালিকা দেখা যাবে (ছুটির দিন বাদে)।
NB:This post is copied from bd-pratidin
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা