সারা দেশে চলছে সরকারি দল আওয়ামী লীগের সুদ্ধি অভিযান। তারই অংশ হিসেবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হানা দিচ্ছে ঢাকাসহ বিভিন্ন জায়গায় অবস্থিত জুয়া খেলার আসর ক্যাসিনো ও ক্লাবে। তাতে গ্রেপ্তার হয়েছেন কয়েকজন। উদ্ধার করা হয়েছে বিপুল টাকা ও মাদক।
এই অভিযানে সবচেয়ে বেশি আলোচিত হয়েছে অবৈধ ক্যাসিনো বাণিজ্য। সম্প্রতি সেই ক্যাসিনোবিরোধী অভিযান নিয়েই নির্মিত হয়েছে নাটক। সেটির নামও দেয়া হয়েছে ‘ক্যাসিনো’। এটি নির্মাণ করেছেন অঞ্জন আইচ। নাটকের গল্প ও চিত্রনাট্যও তিনি লিখেছেন।
নির্মাতা অঞ্জন আইচ নির্মাণ করেছেন ‘ক্যাসিনো’ শিরোনামের একটি খণ্ড নাটক। এতে দেখা যাবে কীভাবে ক্যাসিনোর মালিকদের টাকা হাত বদল হয়। এদিকে এই নাটকের মধ্য দিয়ে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন অভিনেতা সাঈদ বাবু ও মনোজ। এতে তাদের বিপরীতে থাকছেন নাদিয়া মীম ও সূচনা আজাদ। ১ অক্টোবর আমিন বাজারে শুটিং হয়েছে।
অঞ্জন বলেন, ‘সামাজিক দায়বদ্ধতা থেকে নাটকটি নির্মাণ করেছি। ক্যাসিনো বিদেশি খেলা। এটা আমাদের দেশে প্রচলিত হলে সমাজ কতটা ক্ষতির সম্মুখীন হবে তাই তুলে ধরেছি গল্পে। অনেকে না বুঝেই ক্যাসিনো খেলে হারান নিজের শেষ সম্বল। আশা করছি, নাটকটি দেখে তাঁরা সতর্ক হবেন।’ খুব শিগগির একটি বেসরকারি চ্যানেলে নাটকটি প্রচার হওয়ার কথা জানালেন পরিচালক। পাশাপাশি অনলাইনেও প্রকাশ পাবে ‘ক্যাসিনো’।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা