অনলাইন ডেস্ক
গত রোববার (১২ই মে) এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর পুলিশ সদস্য আব্দুস ছামাদের এ সাফল্যের কথা জানা যায়।
বর্তমানে বগুড়া সদর ট্রাফিক বিভাগে কর্মরত আব্দুস ছামাদ। তিনি রাজশাহীর বাঘা উপজেলার আশরাফপুর গ্রামের বাসিন্দা।
জানা গেছে, দুবছর আগে নাটোরের লালপুরের মোহরকয়া নতুনপাড়া মাধ্যমিক কারিগরি ও ভোকেশনাল ইনস্টিটিউটে নবম শ্রেণিতে ভর্তি হন আব্দুস ছামাদ। এ বছর এসএসসি ও সমমনা পরীক্ষায় অংশ নিয়ে পাস করেন তিনি।
আব্দুস ছামাদ জানান, দুই মাস হলো বগুড়ায় এসেছি। এর আগে পাবনার ঈশ্বরদীর ট্রাফিক বিভাগে ছিলাম। সেখানে থাকা অবস্থায় নাটোরের লালপুরের একটি ভোকেশনাল ইনস্টিটিউটে ভর্তি হই। সেখান থেকে এসএসসি পরীক্ষা দিয়ে পাস করেছি।
এই পুলিশ সদস্য আরও বলেন, প্রায় ৩৭ বছর আগে পুলিশ বিভাগে চাকরি পাই। ওই সময় অষ্টম শ্রেণি পাস করে চাকরি শুরু করি। চাকরির মেয়াদও শেষের দিকে, আর মাত্র দুমাস বাকি। চাকরির শেষে বসে না থেকে কিছু করতে চাই। এ জন্য পড়ালেখা শুরু করেছি। বগুড়ার হোমিও কলেজে পড়ালেখা করার ইচ্ছা আছে। এসএসসি পাসের বিষয়টি ইতোমধ্যে কর্মস্থলের সবাই জেনেছেন। এ জন্য সবাই সাধুবাদও দিচ্ছেন।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা