রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর লাগেজ থেকে প্রায় ৫০ লাখ টাকার বিদেশি ওষুধ আটক করেছে ঢাকা কাস্টম হাউসের প্রিভেনটিভ টিম।
আজ বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুরে সৌদি থেকে আসা মোহাম্মদ আসাদ নামের ওই যাত্রীর লাগেজ থেকে এসব ওষুধ আটক করা হয়।
ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার মো. সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, চোরাচালান প্রতিরোধে বিমান বন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নেয় প্রিভেন্টিভ টিম। গ্রীন চ্যানেলে নজরদারি ও তল্লাশি চালিয়ে জেদ্দা থেকে আসা সৌদি এয়ারলাইন্সের এসভি ৮০২ ফ্লাইটে আসা যাত্রী মোহাম্মদ আসাদ গ্রিন চ্যানেল অতিক্রমের পর তাকে চ্যালেঞ্জ করা হয়। এ সময় তার কাছে কিছু নেই বলে তিনি জানান।
পরে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে তার লাগেজে চেক করে এক লাখ ৩২ হাজার পিস বিদেশি ওষুধ পাওয়া যায়। আটক ওষুধের আনুমানিক মূল্য প্রায় ৫০ লাখ টাকা। আটক ওষুধের বিষয়ে কাস্টম আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সাজ্জাদ হোসেন জানান।
NB:This post is collected from https://www.kalerkantho.com
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা