অনলাইন ডেস্ক
এবার ‘যশ রাজ ফিল্মস’-এর ৫০ বছর পূর্তি উপলক্ষে এক অভিনব উদ্যোগ নিল সংস্থার কর্ণধার আদিত্য চোপড়া। জানা গিয়েছে, ৫০ বছর পূর্তি উপলক্ষে চোখ ধাঁধানো সেই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, যাতে নির্ধারিত করা হয়েছিল কোটি কোটি টাকা। এবার সেই বাজেটের টাকা দেশের করোনা আক্রান্ত ও দুঃস্থদের জন্য ব্যবহৃত হবে বলে জানিয়েছেন আদিত্য চোপড়া।
দেশে করোনা পরিস্থিতি ক্রমশ খারাপ হওয়ার কারণে প্রতিদিনই পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুমিছিলের হার। বাড়ছে অক্সিজেনের হাহাকার, হাসপাতালের বেড এবং ওষুধের চাহিদাও। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে এই সিদ্ধান্ত নিল আদিত্য চোপড়া। গত বছরই নিজেদের প্রযোজনা সংস্থার ৫০তম জন্মদিন ধুমধাম করে পালন করার কথা ছিল আদিত্য চোপড়ার। তবে করোনার অতর্কিত হামলায় বাধ্য হয়েই বন্ধ রাখতে হয়েছিল সেই পরিকল্পনা। তাই সবদিক খতিয়ে দেখে যশ রাজ ফিল্মসের কর্ণধারের সিদ্ধান্ত তাঁদের এই উদযাপনের টাকা ব্যবহৃত হবে আরও উন্নততর স্বার্থে।
অন্যদিকে, ‘যশ রাজ ষ্টুডিও কিচেন’-এর তরফে প্রতিদিন কোয়ারেন্টাইন সেন্টারে থাকা করোনায় আক্রান্তদের জন্য নিত্যদিনের খাবার পৌঁছে দেওয়া হবে মুম্বইয়ের আন্ধেরি অঞ্চলে। পাশাপাশি বলিপাড়ার বর্ষীয়ান দুঃস্থ অভিনেতা ও মহিলাদের প্রত্যেককে দেওয়া হবে নগদ ৫০০০ টাকা।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা