অনলাইন ডেস্ক
চিঠিতে বলা হয়, বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী, পোশাক কারখানাগুলো প্রতিবছর ১১ দিন উৎসব ছুটি নির্ধারণ করে থাকে। যেহেতু ৫ আগস্টের সাধারণ ছুটি সরকার বছরের মাঝামাঝি সময়ে ঘোষণা করেছে, তাই এটি পূর্ব নির্ধারিত উৎসব ছুটির মধ্যে অন্তর্ভুক্ত নয়। সে কারণে আইন অনুযায়ী এই ছুটি বাধ্যতামূলক নয়। তবে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং সরকারের সিদ্ধান্তের সঙ্গে সংহতি প্রকাশ করে বিজিএমইএ সদস্য কারখানাগুলোকে ৫ আগস্ট সাধারণ ছুটি হিসেবে কার্যক্রম বন্ধ রাখার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে।রোববার (৩ আগস্ট) সংগঠনটির পক্ষ থেকে সদস্যভুক্ত কারখানাগুলোকে এই বিষয়ে একটি চিঠি পাঠানো হয়।
২০২৪ সালের জুলাই মাসে ‘কোটা সংস্কার’ দাবিতে ছাত্র-জনতার নেতৃত্বে দেশজুড়ে এক ব্যাপক গণআন্দোলন গড়ে ওঠে। শান্তিপূর্ণ বিক্ষোভ দমন করতে গিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষে প্রাণহানি ঘটে, গ্রেফতার হন বহু শিক্ষার্থী।
পরিস্থিতি ক্রমে উত্তাল হয়ে উঠলে ৫ আগস্ট ঐতিহাসিক জনতার ঢল রাজধানী ঢাকায় জড়ো হয়। ওইদিনের আন্দোলন রূপ নেয় গণঅভ্যুত্থানে, যার ধারাবাহিকতায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যান; দেশের রাজনৈতিক পটপরিবর্তন ঘটে।
এই আন্দোলনে শহীদদের স্মরণে সরকার ৫ আগস্ট দিনটিকে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে ঘোষণা করে এবং জাতীয়ভাবে সাধারণ ছুটি নির্ধারণ করে।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা