অনলাইন ডেস্ক
ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম) সিদ্ধান্ত নিয়েছে চলতি মাসের ৩১ তারিখ থেকে শুরু হবে বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার বিভাগ ক্রিকেট লিগ। অক্টোবরের আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে মাথায় রেখে ওয়ানডে ফরম্যাটের পরিবর্তে এবার লিগটি হবে টি-টোয়েন্টি ফরম্যাটে।
ডিপিএলের ২০১৯-২০ আসর মাত্র এক রাউন্ড শেষেই করোনাভাইরাসের কারণে ভেস্তে যায় ২০২০ সালের মে মাসে। এরপর পরিস্থিতি অতটা স্বাভাবিক না হওয়ায় লিগটি আর পুনরায় চালু করা সম্ভব হয়নি। গতবারের সবকিছু বাদ রেখে এবারের লিগটি শুরু হচ্ছে সম্পূর্ণ নতুনভাবে।
সিসিডিএম চেয়ারম্যান কাজী ইমাম হোসেন জানান, “সিসিডিএম ৩১ মে থেকে ডিপিএল আয়োজনে বিসিবির পরিকল্পনাকে সমর্থন করছে। আগেই সিদ্ধান্ত হয়েছে এটি টি-টোয়েন্টি ফরম্যাটে হবে। ব্যস্ত আন্তর্জাতিক সময়সূচী এবং আসন্ন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপকে বিবেচনা করে, আমরা বিশ্বাস করি যে টি-টোয়েন্টি ফরম্যাটই লিগের জন্য আদর্শ।”
আরোও পড়তে পারেন : জাতীয় দলে সাকিবের ফেরা নিয়ে যা বললেন মির্জা ফখরুল