রাজধানীর দনিয়া জিয়া সরণি, পাটেরবাগ, জুরাইন, মীর হাজারিবাগ, জুরাইন মেডিক্যাল রোড, জুরাইন মাদ্রাসা রোড, এ কে স্কুল রোড এবং এর আশেপাশের এলাকার সব ধরনের গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বুধবার (৩০ অক্টোবর)। তিতাস কর্তৃপক্ষ তাদের এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছে।
সাময়িক এ অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস কর্তৃপক্ষ।
আগামীকাল বুধবার (৩০ অক্টোবর) সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত ১২ ঘণ্টা পুরান ঢাকার দনিয়া পাটেরবাগ থেকে আদর্শ সড়ক এবং ইটালি মার্কেট থেকে রহমতবাগ পর্যন্ত এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
পাইপলাইনের কাজের জন্য এই সরবরাহ বন্ধ রাখা হবে বলে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন কোম্পানি।
আরোও পড়তে পারেন : গ্যাস লিকেজ বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ