অনলাইন ডেস্ক
দীর্ঘ প্রায় ১৪ বছর পর অনুষ্ঠিত হচ্ছে ক্যাবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ- কোয়াব এর নির্বাচন। গুলশান শ্যুটিং ক্লাবে আজ (শনিবার) সকাল ১০টা থেকে ভোট গ্রহণ শুরু হয়, চলবে বিকেল ৪টা পর্যন্ত।
নির্বাচনে ৩৩টি পদের বিপরীতে লড়ছেন ৪৭ জন প্রার্থী। তারা ক্যাবল টিভি ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করাসহ নানা প্রতিশ্রুতি তুলে ধরেছেন নিজেদের নির্বাচনী ইশতেহারে। এছাড়া ক্যাবল ব্যবসায়ের সাথে জড়িতদের নানা বাধা ও সীমাবদ্ধতা চিহ্নিত করে সমাধানের অঙ্গীকার করেন তারা।
রাজধানীসহ সারাদেশের সাতশ’ ছাব্বিশ জন ভোটার নির্বাচনে ভোট দিচ্ছেন। কোয়াবের নির্বাচন বোর্ডের চেয়ারম্যান খন্দকার নুরুল হক বলেন, অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করে সুন্দর একটি নির্বাচনের ব্যবস্থা করা হয়েছে। ভোটগ্রহণ শেষে ডিজিটাল পদ্ধতিতে এবং ভোটারদের উপস্থিতিতে ভোট গণনা ও ফলাফল প্রকাশ করা হবে বলেও জানান তিনি।
আরোও পড়তে পারেন : সারজিসের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন নিষ্পত্তি করলেন হাইকোর্ট