অনলাইন ডেস্ক
এদিন ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে সিমরন হ্যাটমায়ার এবং আন্দ্রে রাসেলের দুর্দান্ত ব্যাটিংয়ের উপর ভর করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৯৬ রান তুলে উইন্ডিজ দল। জবাবে ব্যাট করতে নেমে ১৪০ রানেই থেমেছে অস্ট্রেলিয়ার ইনিংস।
ব্যাট হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি ওয়েস্ট ইন্ডিজের। ব্যাট হাতে মাত্র ৯ রানে আউট হন ওপেনার আন্দ্রে ফ্লেচার। দ্রুত ৩০ রান তুলে ফিরেছেন আরেক ওপেনার লেন্ডল সিমন্স। আর ক্যারিবীয় দানব ক্রিস গেইল আউট হওয়ার পূর্বে করেন মাত্র ১৩ রান।
এরপর অবশ্য পিছু ফিরে তাকাতে হয়নি স্বাগতিকদের। চতুর্থ উইকেট জুটিতে সিমরন হ্যাটমায়ার এবং ডুয়াইন ব্রাভো মিলে মাত্র ৬১ বলে ১০৩ রানের জুটি গড়লে রানের পাহাড়ই গড়তে থাকে উইন্ডিজ। ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করার পর ৩৬ বলে ৬১ রান তুলে ফেরেন হ্যাটমায়ার।
পরের উইকেট আন্দ্রে রাসেলকে সঙ্গে নিয়ে ইনিংস শেষ করেন ব্রাভো। ৩৪ বলে ৪৭ রানে ব্রাভো এবং ৮ বলে ২৪ রান তুলে অপরাজিত থাকেন রাসেল। বিশাল রান তাড়ায় নেমে দ্বিতীয় বলেই ম্যাথু ওয়েডকে হারায় অস্ট্রেলিয়া। দলের ১৯ রানে ফিরে যান অ্যারন ফিঞ্চ। আগের ম্যাচের মতো এদিনও হাল ধরেছিলেন মিচেল মার্শ। তবে আর কেউই তাকে সঙ্গ দিতে পারেননি। একদিকে চলে উইকেট পতনের মিছিল।
শেলডন কটরেল, হেইডেন ওয়ালশ জুনিয়রদের তোপে অনেক আগেই হার নিশ্চিত হয়ে যায় সফরকারীদের। শেষ পর্যন্ত ৪ বল আগে গুটিয়ে তাদের ইনিংস থেমেছে ১৪০ রানে।
সংক্ষিপ্ত স্কোর :
ওয়েস্ট ইন্ডিজ: ২০ ওভারে ১৯৬/৪ (সিমন্স ৩০, ফ্লেচার ৯, গেইল ১৩, হেটমায়ার ৬১, ব্রাভো ৪৭*, রাসেল ২৪*; স্টার্ক ০/৪৯, হেইজেলউড ১/৩৯, অ্যাগার ১/২৮, জ্যাম্পা ০/৩৬, মিচেল মার্শ ১/১৮, ক্রিস্টিয়ান ০/২২)।
অস্ট্রেলিয়া: ১৯.২ ওভারে ১৪০ (ওয়েড ০, ফিঞ্চ ৬, মার্শ ৫৪, ফিলিপি ১৩, হেনরিকেস ১৯, ম্যাকডারমট ৭, ক্রিস্টিয়ান ৯, অ্যাগার ১, স্টার্ক ৮*, জ্যাম্পা ৩, হেইজেলউড ৪; কটরেল ২/২২, এডওয়ার্ডস ১/৮, সিমন্স ০/১, রাসেল ১/২২, ব্রাভো ১/২৯, অ্যালেন ০/২২, ওয়ালশ ৩/২৯, গেইল ১/১)।
ফল: ওয়েস্ট ইন্ডিজ ৫৬ রানে জয়ী।
ম্যান অব দা ম্যাচ: শেমরন হেটমায়ার।
সিরিজ: ৫ ম্যাচ সিরিজে ওয়েস্ট ইন্ডিজ ২-০তে এগিয়ে।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা