অনলাইন ডেস্ক
দিনাজপুরের হিলি রেলওয়ে স্টেশনের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়েছে বিষাক্ত আগাছা পার্থেনিয়াম। যা মানবদেহ জন্য মারাত্মক ক্ষতিকর। এছাড়াও অন্যান্য ফসলের ফলন ব্যাপক হারে কমিয়ে দেয় এই আগাছা। এসব বিষাক্ত আগাছা সম্পর্কে কিছুই জানে না স্থানীয়রা। তবে, কৃষি বিভাগ বলছে, কৃষকদের সচেতন করতে উঠান বৈঠকসহ নানা পরামর্শ দেয়া হচ্ছে।
দৃষ্টিনন্দন ও বাহারি পাতার মাঝে ছোট ছোট সাদা ফুল সবার দৃষ্টি আকর্ষণ করলেও এটি একধরনের বিষাক্ত আগাছা। এই উদ্ভিদের নাম পার্থেনিয়াম। যা দিনাজপুরের হিলি রেলওয়ে স্টেশনের আনাচে কানাচে ছড়িয়ে পড়েছে। কৃষি জমি, মানবদেহ ও গবাদিপশুর জন্য অত্যন্ত ক্ষতিকর এই উদ্ভিদ।
বিষাক্ত এই উদ্ভিদ সম্পর্কে অনেকেই কোন ধারণা নেই। ফলে নানা সমস্যায় পড়ছেন। নানা ব্যধিতে আক্রান্ত হচ্ছে গবাদিপশু।
ক্ষতিকারক এই আগাছা সম্পর্কে কৃষক ও মানুষকে সচেতন করতে নানা পরামর্শ দেয়া হচ্ছে বলে জানালেন দিনাজপুরের হাকিমপুর উপজেলা কৃষি অফিসার আরজেনা বেগম।
আরোও পড়তে পারেন : গাজায় ২০ দিনে ইসরায়েলি বাহিনীর হাতে ৪৯০ শিশু নিহত