অনলাইন ডেস্ক
নতুন হিজরি সন উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান। রবিবার (৮ আগস্ট) সন্ধ্যায় এক টুইট বার্তায় তুরস্ক ও বিশ্বের সব মুসলিমের প্রতি তিনি এ শুভেচ্ছা জানান।
তুর্কি ভাষায় লেখা এক টুইট বার্তায় এরদোয়ান বলেন, ‘১৪৪৩ হিজরি সন উপলক্ষে আমি অন্তরের অন্তস্থল থেকে তুর্কি জাতি ও বিশ্বের মুসলিমদের প্রতি শুভেচ্ছা জ্ঞাপন করছি।’
এরপর তিনি সবার কল্যাণ কামনা করে আরো লেখেন, ‘মহান আল্লাহর কাছে আমি নতুন বছরে পুরো মানবজাতির জন্য শান্তি ও সমৃদ্ধি কামনা করছি।’
শুভেচ্ছা বার্তার শেষে এরদোয়ান হ্যাশট্যাগ লিখে হিজরি নববর্ষ ব্যবহার করেন। টুইট বার্তায় ইস্তাম্বুলের বিখ্যাত আয়া সোফিয়া মসজিদের ছবি সংবলিত একটি পোস্টার প্রকাশ করা হয়।
আরোও পড়তে পারেন : প্রধান উপদেষ্টার সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক