অনলাইন ডেস্ক
প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর শুনে হাসপাতালেই নিজের গলার নলি কেটে আত্মহত্যা করলেন এক যুবক।
ঘটনাটি ঘটেছে ভারতের মহারাষ্ট্রের অকোলার একটি স্থানীয় হাসপাতালে।আত্মঘাতী ওই যুবকের বাড়ি আসামে। তার বয়স আনুমানিক তিরিশ বছর।শনিবার আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
খবরে বলা হয়, গত মাসে দিল্লির নিজামউদ্দিনে তাবলিগি মারকাজের জামাতে যোগ দিয়েছিলেন ওই যুবক। সেখান থেকে ফিরে বেশ কয়েকজনের সঙ্গে গতমাসে মহারাষ্ট্রের অকোলায় গিয়ে ওঠেন।
সম্প্রতি করোনার লক্ষণ দেখা দিলে নিজেই স্থানীয় হাসপাতালে যান। গত কয়েক দিন ধরে ওই হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি ছিলেন ওই যুবক।
আরোও পড়তে পারেন : টানা বৃষ্টিতে বিপর্যস্ত ভারতে মৃত্যু ১২১