অনলাইন ডেস্ক
বুকে ব্যথা অনুভব করায় ইনজামাম-উল-হককে হাসপাতালে নেওয়ার পর জানা যায় তার হার্ট অ্যাটাক হয়েছে। জরুরি এনজিওপ্লাস্টি করার পর লাহোরের হাসপাতালে শঙ্কামুক্ত আছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক।
কিন্তু বুকের ব্যথা না কমায় সোমবার ফের মেডিকেল পরীক্ষা করান সাবেক এ ব্যাটসম্যান। তাতেই জানা যায়, ৫১ বছরের ইনজামামের হার্ট অ্যাটাক হয়েছে।দ্রুত ভর্তি হন হাসপাতালে। বিপদ এড়াতে দ্রুত এনজিওপ্লাস্টি করে ফেলেন ইনজামাম। এখন তার শারীরিক অবস্থা স্থিতিশীল। কিন্তু তারপরও চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন পাকিস্তানের সাবেক এ অধিনায়ক।
১৯৯২ বিশ্বকাপে পাকিস্তানের জয়ের অন্যতম কারিগর ইনজামাম খেলা ছাড়ার পর জাতীয় দলের ব্যাটিং পরামর্শক, প্রধান নির্বাচকসহ বিভিন্ন ভূমিকায় কাজ করেছেন। আফগানিস্তানের প্রধান কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বর্তমানে নিজের ইউটিউব চ্যানেলেই বিভিন্ন ক্রিকেটীয় বিষয়ে মতামত দিতে দেখা যায় তাকে।
পাকিস্তানের সব সময়ের সেরা ব্যাটসম্যানদের একজন ইনজামাম আন্তর্জাতিক ক্রিকেটে ৩৫ সেঞ্চুরিতে করেছেন ২০ হাজার ৫৫১ রান। অনেকের মতে পেস বোলিংয়ের বিপক্ষে পাকিস্তানের সর্বকালের সেরা ব্যাটসম্যান তিনিই।