অনলাইন ডেস্ক
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া এ তথ্য জানিয়েছেন।
বাচ্চু মিয়া বলেন, ‘মৃত নারীকে শারীরিক নির্যাতন করে হত্যা করা হয়েছে বলে ধারণা করছেন চিকিৎসকরা। কারণ তার শরীরে, পায়ে, মাথা ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে। মৃতের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।’
তবে ঝিলিকের স্বামীর দাবি সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে।
এ ঘটনায় ঝিলিকের স্বামী সাকিব আলমকে (৩৮) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) থেকে আটক করেছে হাতিরঝিল থানা পুলিশ।
জানা গেছে, শনিবার সকালের দিকে হাতিরঝিলের আমবাগানে এলাকায় একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে যায়। পরে গাড়ির পেছনের সিট থেকে অচেতন অবস্থায় ঝিলিক আলমকে পুলিশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে হাতিরঝিল থানার এসআই মো. গোলাম কুদ্দুস জানান, আমরা সকালে খবর পেয়ে হাতিরঝিলের আমবাগান এলাকায় এসে দেখতে পাই একটা প্রাইভেটকার ফুটপাতে উঠে গেছে। গাড়িটির চাকাও পানচার হয়ে গেছে।
তিনি বলেন, পেছনের সিটে শুয়ে থাকা অবস্থায় এক নারীকে দেখতে পাই। পরে সাকিব আলম বলেন, আমার স্ত্রী আহত হয়েছে। পরে তাদের দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক ঝিলিককে মৃত ঘোষণা করেন
সাকিব আলম জানান, গাড়িতে থাকা তার স্ত্রী ঝিলিক আলম গুরুতর আহত হন। তার স্ত্রী অসুস্থ থাকায় তাকে নিয়ে হাসপাতালে যাচ্ছিলেন তিনি।
শনিবার দুপুরে হাতিরঝিল থানার ওসি তদন্ত মমিনুল ফারুক বলেন, গুলশান-২ এর ৩৬ নম্বর রোডের ২২/সি নম্বর বাসায় স্বামীর সঙ্গে থাকতেন ঝিলিক। শুক্রবার (২ এপ্রিল) রাতে ওই বাসাতেই তার মৃত্যু হয়। পরে সকালে স্বামী তার গাড়িতে করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন বলে আমাদের কাছে প্রাথমিক তথ্য আছে। এ থেকে অনেক কিছুই সন্দেহ করা হচ্ছে। এ বিষয়ে গুলশান থানা পুলিশ তদন্ত করে ব্যবস্থা নেবে।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা