অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রের অভিযানে ক্ষমতাচ্যুত হওয়ার ২০ বছর পর গত আগস্টের মাঝামাঝি আফগানিস্তানের রাজধানী কাবুলের নিয়ন্ত্রণ নেয় তালেবান। এরপর আফগানিস্তানে নতুন সরকার গঠন নিয়ে তালেবান যখন জটিলতার মধ্য দিয়ে যাচ্ছিল, সে সময় আকস্মিক কাবুলে গিয়েছিলেন আইএসআইয়ের প্রধান ফাইজ হামিদ। সেখানে তিনি বলেছিলেন, সব সমস্যার সমাধান করা হবে। তার ওই সফরের কয়েক দিনের মধ্যে তুলনামূলক রক্ষণশীল নেতাদের নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা করে তালেবান।
ডন নিউজের ওই প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের সেনাপ্রধানের পরামর্শ মেনেই আইএসআইয়ের প্রধান পদে পরিবর্তন এসেছে। আর নাদিম আহমেদ আনজুমকে নিয়োগ দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।
আইএসআইয়ের প্রধান হিসেবে ফয়েজ হামিদ দায়িত্ব নেন ২০১৯ সালের ১৬ জুন। এর আগে তিনি আইএসআইয়ের অভ্যন্তরীণ নিরাপত্তার প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। সেনাপ্রধান জেনারেল কামার বাজওয়ার ঘনিষ্ঠ হিসাবেই তাকে বিবেচনা করা হয়। বেশ কয়েকটি বাহ্যিক ও অভ্যন্তরীণ নিরাপত্তা চ্যালেঞ্জ সফলভাবে উতরে যাবার কারণে একটি গুরুত্বপূর্ণ সময়ে আইএসআই প্রধান হিসেবে নিযুক্ত হন ফয়েজ হামিদ।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা