অনলাইন ডেস্ক
গত ৫ই আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর থেকেই নারায়ণগঞ্জের বিভিন্ন জায়গা ঘটেছে হামলা ভাংচুরের ঘটনা। বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হওয়ায় খোলেনি মার্কেট ও দোকানপাট। এমন পরিস্থিতিতে নগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে কাজ করছে শিক্ষার্থী ও আনসার সদস্যরা। সড়কে ট্রাফিক পুলিশ না থাকায় যানবাহন চলাচল নিয়ন্ত্রণের কাজও সুষ্ঠুভাবে সম্পন্ন করছে তারা। পাশাপশি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখছে শহর।
এজন্য ধর্মীয় উপাসনালয়ে নিরাপত্তার দায়িত্ব পালন করছে ইসলামী আন্দোলন বাংলাদেশের সদস্যরা। দেশের প্রয়োজনে শিক্ষার্থীরা কি করতে পারে, তা এবার সবাইকে দেখিয়ে দেয়া হয়েছে বলে জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। ঢাকা-নারায়ণগঞ্জ সড়কে নিরাপত্তার অভাবে এতোদিন বাস চলাচল বন্ধ থাকায় অর্থকষ্টে পড়েছেন পরিবহন শ্রমিক ও কর্মচারীরা। দুর্ভোগে পড়েছে যাত্রীরাও।
কালীর বাজার স্বর্ণ শিল্প শ্রমিক ইউনিয়নের সভাপতি বিশ^নাথ কর্মকার বলেন গত ৫ আগস্ট নারায়ণগঞ্জের বিভিন্ন জায়গায় হামলা ভাংচুর লুটপাট অগ্নিসংযোগের ঘটনায় স্বর্ণশিল্প ব্যবসায়ীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। ব্যবসা চালুর জন্য দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার দাবি জানিয়েছেন তিনি।
এদিকে, বিভিন্ন স্থানে দখল ও ভাঙচুর লুটপাটের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার আহবান জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা আবু আল ইউসুফ খান টিপু।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা