অনলাইন ডেস্ক
কিন্তু কিছুদিন আগে একটি ভারতীয় সংবাদমাধ্যম স্বস্তিকার বক্তব্যের ভুল ব্যখ্যা করে লেখে, ‘সুইসাইড আজকাল একটা ফ্যাশন হয়ে গেছে’, সুশান্তের মৃত্যুতে কটাক্ষ স্বস্তিকার। অভিনেত্রীর দাবি, এমন কথা তিনি কোথাও বলেননি। এর পরই সোশ্যাল মিডিয়ায় তোলপাড় শুরু। সেই মিথ্যে খবর দেখে স্বস্তিকাকে অশ্রাব্য ভাষায় গালাগালি করা হচ্ছে। ট্রোল করা হচ্ছে। এমনকী ধর্ষণ এবং এসিড অ্যাটাকের হুমকিও দেয়া হচ্ছে।
তবে বসে নেই স্বস্তিকা। ইতোমধ্যেই তিনি কলকাতার সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ দায়ের করেছেন। স্বস্তিকার অভিযোগের ভিত্তিতে ভুয়া খবর ছড়ানোর অপরাধে বর্ধমানের গলসি থেকে শুভম চক্রবর্তী নামে এক যুবককে আটকও করা হয়েছে। পুলিশি জেরায় ওই যুবক তার অপরাধ স্বীকারও করেছে।
এছাড়া হুগলি থেকে গ্রেপ্তার করা হয়েছে কৌশিক দাস নামের আরও এক যুবককে। তিনি অভিনেত্রী স্বস্তিকার উপর এসিড হামলা ও ধর্ষণের হুমকি দিয়েছিলেন। এই দুজনকেই আদালতে তোলা হবে বলে জানিয়েছেন স্বস্তিকা। সাইবার ক্রাইম বিভাগের কাছে তিনি কৃতজ্ঞ। সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে এমনটাই জানিয়েছেন নায়িকা।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা