অনলাইন ডেস্ক
দেশের সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় আগামী ১৯ জুন থেকে শুরু হতে যাওয়া সব শিক্ষা বোর্ডের এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে।
শিক্ষামন্ত্রীর দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। পরীক্ষার পরিবর্তিত সময়সূচী পরে জানানো হবে।
এর আগে, ১১ জুন এসএসসি পরীক্ষার সময় সূচি প্রকাশ করে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। ১৯ জুন থেকে পরীক্ষা শুরু হয়ে শেষ হওয়ার কথা ছিল আগামী ৬ জুলাই।
আরোও পড়তে পারেন : গ্যাস লিকেজ বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ