সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে প্রবাসী নারী গৃহকর্মী-শ্রমিক নির্যাতন রোধে দ্রুত পদক্ষেপ নেবার দাবিতে মুক্তিফোরাম ও গণঐক্যের যৌথ উদ্যোগে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে বক্তারা সুস্পষ্ট চুক্তির মাধ্যমে নারী শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতকরণ, প্রতারক দালালগোষ্ঠীকে বিচারের আওতায় আনা, ক্ষতিগ্রস্থ নারীদের ক্ষতিপূরণ দেয়া সহ নানা দাবি জানান।
বক্তারা প্রবাসী নারীকর্মীদের নিরাপত্তা বিধানে সরকারের ঘাটতিগুলোকে তুলে ধরেন এবং এগুলোর সংশোধন করে প্রবাসী নারীকর্মীদের নিরাপত্তা বিধান করার দাবি তোলেন। একই সাথে বিদেশী দূতাবাসগুলোকে শ্রমিকদের নিরাপত্তা বিধানে জোরদার ভূমিকা রাখার দাবি করা হয় এবং দায়িত্বে অবহেলাকারী এবং প্রবাসীদের হয়রানি ও অবমাননাকারীদের বিচারের আওতায় আনার দাবি জানান।
মুক্তিফোরামের পক্ষ থেকে ১৩ দফা দাবি পাঠ করেন আসিফ ইমরান।
গণ ঐক্যের আহ্বায়ক আরমন হোসেন পলাশের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, সুপ্রিম কোর্টের আইনজীবি হাসনাত কাইয়ুম, মানবাধিকার কর্মী নায়মা ইমাম চৌধুরী, গণতান্ত্রিক সমাবেশের সমন্বয়ক নয়ন আহমেদ, লেখক রাখাল রাহা, সাবেক ছাত্রনেতা আবু তৈয়ব হাবিলদার, সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের মোঃ তারেক রহমান, মুক্তিফোরাম মিডিয়ার সম্পাদক অনুপম দেবাশীষ রায় সহ আরো অনেকে। অনুষ্ঠান সঞ্চালনা করেন মুক্তিফোরামের আরাফ ইবনে সাইফ।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা