Saudi labourers put the new Kiswa, the protective cover that engulfs the Kaaba, made from black silk and gold thread and embroidered with Koran verses, on July 29, 2020 in Saudi Arabia's holy city of Mecca. - The drape which engulfs the Kaaba is formally called Kiswa and is changed every year at the culmination of the annual hajj, or pilgrimage, when the hajjis have left Mecca to go to Arafat, the starting point of their hajj journey. (Photo by - / AFP)
অনলাইন ডেস্ক
সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই নির্দেশনা জারি করে। বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ১০টা থেকে এ নির্দেশনা কার্যকর হবে।
সম্প্রতি বিশ্বের বিভিন্ন দেশে করোনার সংক্রমণ বৃদ্ধি এবং সৌদিতে নতুন করোনা স্টেইন শনাক্তের হার বাড়তে থাকায় এ বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
নির্দেশনাগুলো হলো- ১. কমিউনিটি সেন্টার, রেস্ট হাউজ, হোটেল, তাবুসহ যে কোনো স্থানের অনুষ্ঠান (বিবাহ, কর্পোরেট বৈঠক ও সব ধরনের প্রোগ্রাম) আয়োজন আগামী ৩০ দিনের জন্য স্থগিত থাকবে। ২. আগামী ১০ দিন কোনো ধরনের সামাজিক অনুষ্ঠানে ২০ জনের বেশি জনসমাগম নিষেধ। ৩. আগামী ১০ দিন কোনো ধরনের বিনোদনমূলক অনুষ্ঠান আয়োজনে বিরত থাকতে হবে। ৪. এই সময় সিনেমা হল, বিনোদন কেন্দ্র, শপিংমল, রেস্টুরেন্ট, জিম ও ক্রীড়া কেন্দ্রসহ সব ইনডোর গেমস স্থগিত থাকবে। ৫. আগামী ১০ দিন রেস্টুরেন্টের টেবিলে খাবার পরিবেশন করা যাবে না। শুধুমাত্র বাইরে ডেলিভারি সার্ভিস দেয়া যাবে।
কোনো প্রতিষ্ঠান এ নির্দেশনা লঙ্ঘন করলে ২৪ ঘণ্টার জন্য তা বন্ধ করে দেবে পৌর, পল্লী ও আবাসন বিষয়ক মন্ত্রণালয়। পুনর্বার নির্দেশনা লঙ্ঘন করলে ৪৮ ঘণ্টার জন্য বন্ধ রাখবে প্রতিষ্ঠান। এভাবে ধারাবাহিকভাবে এক সপ্তাহ, দুই সপ্তাহ ও চার সপ্তাহ বাণিজ্য প্রতিষ্ঠানকে বন্ধ রাখা হবে।
জনসমাগম হয় এমন সকল কর্মকাণ্ড এড়িয়ে চলার দিকনির্দেশনা দেয়া হয়। মন্ত্রণালয় দেশটির নাগরিক এবং প্রবাসীদের সতর্ক করে জনসমাগম ঘটে এমন কোনো কিছু করা যাবে না। করোনা মহামারির সংক্রমণ পরিস্থিতির ওপর নির্ভর করে এই মেয়াদ আরো বাড়তে পারে।
এর আগে ৩ ফেব্রুয়ারি বুধবার ২০টি দেশের নাগরিকদের সৌদি প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। তবে ওই তালিকায় বাংলাদেশ নেই। তাছাড়া যেসব দেশ থেকে ওমরাহ যাত্রী আসার অনুমতি ছিল আরেক ঘোষণায় তাও স্থগিত করা হয়।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা