অনলাইন ডেস্ক
বিপিএল ক্রিকেট সামনে রেখে সিলেটে হয়ে গেলো বিসিবির মিউজিক ফেস্ট। সবার মাঝে বিপিএল ক্রিকেটের উন্মাদনা ছড়িয়ে দিতে বিসিবি এবার তিন শহরে মিউজিক ফেস্টের আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে।
এরই অংশ হিসেবে আজ সিলেটের জেলা স্টেডিয়ামে আয়োজিত হলো মিউজিক ফেস্ট।
এতে গান পরিবেশন করেন মোজা, সঞ্জয়, নিশি। সঙ্গীত শিল্পী আসিফ আকবর তার গানে দর্শকদের মাতিয়ে তোলেন। দর্শকদের সামনে বিপিএল ক্রিকেটের থিম সং প্রদর্শন করা হয়।
নগন বাউল জেমস বেশ কয়েকটি গান পরিবেশন করেন। জেমসের জনপ্রিয় গানের সাথে মিউজিক ফেস্টে উপস্থিত দর্শকরাও কণ্ঠ মেলান।
আরোও পড়তে পারেন : দুঃখ প্রকাশ করলেন সারজিস আলম