অনলাইন ডেস্ক
সোমবার (২৬ অক্টোবর) ইদলিভ প্রদেশে অবস্থিত ‘ফেইলাখ আল-সাম’ প্রশিক্ষন ক্যাম্পে এই হামলার ঘটনা ঘটে।
সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের বরাত দিয়ে রয়টার্স ও বিবিসির প্রতিবেদনে বলা হয়, ‘সিরিয়ার উত্তরাঞ্চলে সেনা প্রশিক্ষণ কেন্দ্রে বিদ্রোহী নিয়ন্ত্রিত ইদলিব প্রদেশে বিমান হামলাটি চালানো হয়। ক্যাম্পটিতে অবস্থানকারী সকলই তুর্কি সমর্থিত বিদ্রোহী সেনা।’
সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, ‘এই হামলায় কমপক্ষে ৭৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছে আরও ৫০ জন। এখনো উদ্দারকাজ চলছে।’
কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়, ‘ফেলাক আল শামের মুখপাত্র ইউসেফ হামমাউদ বলেন, জাবাল আল দেউলা এলাকার একটি প্রশিক্ষণ শিবিরে ওই হামলায় শিবিরের নেতাও নিহত হয়েছেন। এই এলাকাতেই তারা সবচেয়ে শক্তিশালী ছিলেন।’
এ দিকে সিরিয়ার বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা ইদলিব শহরের সিভিল ডিফেন্স পরিচালক মুস্তফা আল-হাজ ইউসেফ আল জাজিরাকে জানান, ‘তারা এখন পর্যন্ত ৩৫ জন নিহতের খবর পেয়েছেন। হামলায় ৫০ জনের বেশি আহত হয়েছেন। তাঁদের চিকিৎসা দেওয়া হচ্ছে। ’
তিনি বলেন, ‘প্রশিক্ষণ শিবিরে বিদ্রোহীদের একটি বৈঠক ছিল হামলার মূল লক্ষ্য। আমরা এখন পর্যন্ত ৩৫ জন নিহতের খবর নিশ্চিত হয়েছি। কিন্তু নিহতের সংখ্যা খুব দ্রুত বাড়ার আশঙ্কা করছি। কারণ হামলায় অনেক বেশি সংখ্যক মানুষ আহত হয়েছেন এবং তাঁদের অবস্থা গুরুতর।’
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা