ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) খেলতে গেলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ও উইকেটকিপার ব্যাটসম্যান লিটন দাস।
বুধবার সন্ধ্যায় ৭টা ৪০ মিনিটে ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগ খেলতে এক সঙ্গে ঢাকা ত্যাগ করেন তারা।
সাকিব সিপিএলে নেপালের লেগ স্পিনার সন্দ্বীপ লামিচানের পরিবর্তে বার্বাডোজ ট্রাইডেন্টসের হয়ে খেলবেন।
আর বাংলাদেশ দলের উইকেটকিপার ব্যাটসম্যান লিটন দাস খেলবেন জ্যামাইকা তালাওয়াসের হয়ে।
গত ৫ সেপ্টেম্বর থেকে শুরু হয় সিপিএল। ইতিমধ্যে লিটনের দল জ্যামাইকা তালাওয়াস ৮ ম্যাচ খেলে ৬টিতে হেরে পয়েন্ট টেবিলের তলানীতে পড়ে আছে। গ্রুপ পর্বের শেষ ৩ ম্যাচ খেলতে যাচ্ছেন লিটন।
বার্বাডোজ ট্রাইডেন্টস ৬ ম্যাচ খেলে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে চার নম্বর পজিশনে আছে। সাকিবকে দলে নিয়ে প্রতিযোগিতায় লড়াই দিতে চায় দলটি।
জ্যামাইকা তালাওয়াসে লিটন সঙ্গী হিসেবে পাচ্ছেন টি-টোয়েন্টি স্পেশালিস্ট ক্রিস গেইল, আন্দ্রে রাসেল এবং রভম্যান পাওয়েলের মত তারকা ক্রিকেটারদের।
ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগ শেষ হবে ১২ই অক্টোবর।
দু’জনই আসন্ন ভারত সিরিজের জন্য গুরুত্বপূর্ণ ক্রিকেটার। তাই এবার তাদের সেই সফরের প্রস্তুতিটা সিপিএলে টি-টোয়েন্টি খেলেই সেরে নিতে হচ্ছে।
চলতি বছরের ৩ থেকে ১০ নভেম্বর পর্যন্ত ভারত সফরে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে শুরু হলেও তারপরই রয়েছে ২ ম্যাচের গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজ। ১৪ নভেম্বর মাঠে গড়াবে প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট শুরু ২২ নভেম্বর।
এ সিরিজ দিয়েই শুরু হবে টাইগারদের টেস্ট চ্যাম্পিয়ানশিপের আসল চ্যালেঞ্জ।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা