অনলাইন ডেস্ক
সর্বশেষ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দুই ইনিংসে যথাক্রমে ৪৯ ও অপরাজিত ৫২ রান করেন উইলিয়ামসন। এই দুই ইনিংস তাকে ফের শীর্ষে তুলেছে। ম্যাচটি ৮ উইকেটে জিতে প্রথমবারের মতো আইসিসির বড় কোনো আসরের শিরোপা জেতে কিউইরা।
ভারতের বিপক্ষে লো স্কোরিং ওই ম্যাচর দুই ইনিংস মিলিয়ে ১০১ রান করায় উইলিয়ামসনের রেটিং পয়েন্ট এখন ৯১৯। ফলে মাত্র দুই সপ্তাহ আগেই শীর্ষস্থান দখল করা স্টিভ স্মিথের চেয়ে ১০ পয়েন্ট এগিয়ে গেছেন তিনি। বাকি তিনটি অবস্থান যথাক্রমে মার্নাস লাবুশানে (৮৭৮), বিরাট কোহলি (৮১২) এবং জো রুটের (৭৯৭) দখলে।ডেভিড ওয়ার্নার ও কুইন্টন ডি’কক এক ধাপ করে উঠে এসে যথাক্রমে আট ও নয় নম্বরে অবস্থান করছেন। দু’ধাপ পিছিয়ে দশ নম্বরে চলে এসেছেন হেনরি নিকোলস। বাবর আজম প্রথম দশে ঢুকতে পারেননি। তিনি রয়েছেন এগার নম্বরেই।
ভারতের অজিঙ্কা রাহানে উঠে এসেছেন ১৩ নম্বরে। চেতেশ্বর পূজারা পিছিয়ে গিয়েছেন ১৬ নম্বরে।
বোলারদের তালিকার প্রথম তিনে আগের মতোই প্যাট কামিন্স, রবিচন্দ্রন অশ্বিন ও টিম সাউদি অবস্থান করছেন। বোলারদের প্রথম দশে আর কোনও ভারতীয় নেই। টিম ইন্ডিয়ার চার তারকা ইশান্ত, জাদেজা, শামি ও বুমরাহ রয়েছেন যথাক্রমে ১৬, ১৭, ১৮ ও ১৯ নম্বরে। ইশান্ত ব্যক্তিগত ব়্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন। শামি নিজের জায়গা ধরে রেখেছেন। পিছিয়ে গিয়েছেন জাদেজা ও বুমরাহ।
অন্যদিকে মাত্র এক সপ্তাহ শীর্ষে থাকার পর টেস্ট অলরাউন্ডারদের তালিকায় জেসন হোল্ডারের কাছে অবস্থান হারিয়েছেন রবীন্দ্র জাদেজা।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা