অনলাইন ডেস্ক
পিঙ্কভিলার প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, গ্রেপ্তারকৃতের নাম মোহম্মদ তৈয়ব ওরফে গুলফন খান।
মঙ্গলবারই গ্রেপ্তার করা হয় তাকে । আপাতত হেফাজতে নেওয়া হয়েছে । ট্রানজিট রিমান্ডে মুম্বাই নিয়ে যাওয়ার প্রস্তুতি শুরু হয়েছে। গত ২৫ অক্টোবর সালমান এবং জিশানকে খুনের হুমকি দিয়ে ওই তরুণ ফোন করে এবং মোটা অঙ্কের টাকা দাবি করে বলে অভিযোগ সামনে এসেছে।
প্রয়াত বাবা সিদ্দিকির ছেলে জিশান সিদ্দিকি । মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী বাবা সিদ্দিকি কয়েক সপ্তাহ আগে খুন হন। জিশানের অফিসের বাইরে গুলিবিদ্ধ হন তিনি। বাবা সিদ্দিকিকে খুনের দায় স্বীকার করে জেলবন্দি গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের গ্য়াং।
কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় বিষ্ণোইদের আরাধ্য হরিণ খুন করাতেই সালমান তার নিশানায় বলে আগেই জানিয়েছিল লরেন্স। বাবা সিদ্দিকি এবং তার পরিবার সলমনের ঘনিষ্ঠ বলেই পরিচিত। বাবা সিদ্দিকিকে খুনের পর সালমান ঘনিষ্ঠ অন্যদেরও হুমকি দেয় বিষ্ণোই গ্যাং। খুনের হুমকি পান মহারাষ্ট্রের বিধায়ক জিশানও। সেই নিয়ে তদন্ত চলছিল। তাতেই নয়ডার তরুণ ধরা পড়ল পুলিশের জালে।
শুক্রবার জিশানের দফতরের পক্ষ থেকেই থানায় অভিযোগ জানানো হয়। টাকা না দিলে দুজনকেই শেষ করে দেওয়া হবে বলে হুমকি এসেছিল। বাবা সিদ্দিকিকে খুনের ঘটনায় এখনও পর্যন্ত ১৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
১৯৯৮ সালে কৃষ্ণসার হরিণ হত্যাকাণ্ডে সালমানের নাম জড়ানোর পর থেকেই লরেন্স বিষ্ণোইয়ের নিশানায় সালমান। এর আগে একাধিকবার সালমান খানকে প্রাণনাশের হুমকি দিয়েছে লরেন্স বিষ্ণোইর নেতৃত্বাধীন এই গ্যাং । বাড়িতে হামলাও চালিয়েছে। আর সর্বশেষ এনসিপি (অজিত) নেতা বাবা সিদ্দিকিকে খুন হতে হয়েছে সালমান খানের সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার জেরেই । যে ঘটনায় আতঙ্কিত সালমান ও তার পরিবার।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা