সিনিয়র স্টাফ রিপোর্টার : আন্তর্জাতিক বিমান-সমুদ্র-স্থলবন্দরে কয়েকটি স্থানে স্থাপনের জন্য বাংলাদেশ সরকারকে সহায়তা করার জন্য সামিট গ্রুপ ৫টি স্ক্যানার ক্রয় করেছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে স্ক্যানারগুলো সামিট গ্রুপের কাছ থেকে গ্রহণ করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।
অনুষ্ঠানের আরো উপস্থিত ছিলেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আসাদুল ইসলাম।
উল্লেখ্য, গত জানুয়ারিতে চীনে করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়। ২১ জানুয়ারি থেকে বাংলাদেশের বিমান, স্থল এবং নৌ বন্দরে বিদেশ ফেরতদের স্ক্যান করা শুরু হয়। এরপর গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয় বিমান বন্দরের সাতটা স্ক্যানারের ৬ টিই নষ্ট। ১২ মার্চ পর্যন্ত সারাদেশে ফেরত আসা প্রায় ৫ লাখ ৫০ হাজার জনকে স্ক্রিনিং করা হয়েছে।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা