অনলাইন ডেস্ক
শনিবার (৩ সেপ্টেম্বর) সকালে আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। ঘটনার পর ট্রাকটি জব্দ ও এর হেলপারকে আটক করা হলেও ট্রাকের চালক পালিয়ে যায়।
আহতরা হলেন- সময় টিভির ঢাকা জেলা সাব-ব্যুরো প্রতিনিধি মোজাফফর হোসেন জয়, সময় টিভির চিত্র সাংবাদিক মনির হোসেন ও ব্যক্তিগত গাড়ি চালক রাশেদ।
বিষয়টি নিশ্চিত করে সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা জানান, দূর্ঘটনাকবলিত ট্রাক ও প্রাইভেটকারটি উদ্ধার করে হাইওয়ে থানা হেফাজতে রাখা হয়েছে। এঘটনায় ট্রাকটির হেলপারকে আটক করা গেলেও এর চালক পালিয়ে গেছে। পরবর্তীতে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ দিকে বিষয়টিকে শুধু দুর্ঘটনা বলে উড়িয়ে দিতে চান না এঘটনায় আহত সাংবাদিক মোজাফফর হোসেন জয়। তিনি বলেন, গত ২৩ সেপ্টেম্বর মাদক ও পরিবহণ চাদাবাজি নিয়ে সময় টিভিতে একটি সংবাদ প্রকাশের জেরে মনির নামে এক মাদক ব্যবসায়ী তাকে হত্যার হুমকি দেয়। এঘটনার মাত্র চারদিন পর আশুলিয়া প্রেসক্লাব চত্বরে বোমা হামলা করে দুর্বৃত্তরা।
ঘটনার এক সপ্তাহ পার হলেও এঘটনার সাথে জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তিনি বলেন, এসব ঘটনার পর আজ সকালে থেমে থাকা অবস্থায় বিপরীত দিক থেকে এসে ট্রাকটি যেভাবে আমার গাড়িকে ধাক্কা দিয়েছে, তাতে মনে হয়না এটি স্রেফ একটি দুর্ঘটনা। তিনি আইনশৃংখলা বাহিনীর প্রতি বিষয়গুলো খতিয়ে দেখার আহবান জানান।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা