কক্সবাজারের সাঙ্গুতে ১৪৪ বোতল বিদেশি মদসহ আব্দুল জলিল (৪১) নামক এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে কোস্ট গার্ড। রবিবার (১৯ জানুয়ারী) ২০২০ ভোর ০৫ টা ২০ মিনিটে বিসিজি স্টেশান সাংগু’র সদস্যরা আনোয়ারা থানার রায়পুর ইউনিয়নের চুন্না পাড়া এলাকায় একটি বিশেষ অভিযানে তাকে আটক করেছে। এসময় এসময় পাচার কার্যে ব্যবহৃত একটি সিএনজি জব্দ করা হয়েছে।
কোস্ট গার্ড সূত্র জানায়, আটক মাদক ব্যবসায়ী আনোয়ারা থানার বোয়ালিয়া ইউনিয়নের দুধকুমড়া গ্রামের মৃত হাসু মিয়ার পুত্র। কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেঃ শাহ জিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জিজ্ঞাসাবাদে গ্রেফতার মাদক কারবারী জানায় আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে সে মাদক পাচার করে আসছিল। তার কাছ থেকে জব্দ করা বিদেশী মদ সে পাচারের উদ্দেশ্যে একস্থান হতে অন্য স্থানে নিয়ে যাচ্ছিল।
আটক মাদক ব্যবসায়ী, জব্দকৃত বিদেশী মদ ও সিএনজি পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আনোয়ারা থানায় হস্তান্তর করেছে কোস্ট গার্ড।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা