অনলাইন ডেস্ক
প্রথমে গা গরম করে নেয়ার পর নিয়মিত অনুশীলনে ফিরে যান তারা। ইনডোরের নেটে ব্যাট হাতে ঝালিয়ে নিতে দেখা যায় তিন ওপেনার সৌম্য সরকার, লিটন দাস ও নাইম শেখকে। শনিবার (২৮ আগস্ট) মাহমুদউল্লা রিয়াদ বাহিনীর অনুশীলনের সূচি রয়েছে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। যেখানে উপস্থিত থাকবেন সাকিব। তার শুক্রবার নাগাদ কোয়ারেন্টাইনের নির্ধারিত সময় শেষ হয়নি।
কোয়ারেন্টাইনে ৭২ ঘণ্টা সময় অতিবাহিত করার নিয়ম রয়েছে। যুক্তরাষ্ট্র থেকে আসার পর কোয়ারেন্টাইনে যাওয়া সাকিবের নির্ধারিত সময় এখনও শেষ না হওয়ায় অনুশীলনে নামতে পারছেন না তিনি। নিউজিল্যান্ড দল ঢাকায় আসে মঙ্গলবার, দুপুর নাগাদ। তবে দুই ক্রিকেটার মূল দল আসার চার দিন আগে বাংলাদেশে এসেছিলেন। এদের মধ্যে একজন ছিলেন ফিন অ্যালেন। ঢাকায় পৌঁছার ৪৮ ঘণ্টা পর করোনা পজিটিভ হন উইকেটরক্ষক এই ব্যাটসম্যান। তবে নেগেটিভ আসে অন্য ক্রিকেটার কলিন ডি গ্রান্ডহোমের করোনার ফলাফল। দুজনেই ইংল্যান্ডের ১০০ বলের টুর্নামেন্ট ’দ্য হান্ড্রেড’ খেলেছিলেন। অথচ ইংল্যান্ডের বিমানে ওঠার ৪৮ ঘণ্টা আগে প্রয়োজনীয় সব রকম টেস্টে নেগেটিভ হয়েছিলেন তিনি। সেই ফিন অ্যালেনের পরিবর্তে ম্যাট হেনরিকে দলে অন্তর্ভুক্ত করেছে কিউই বোর্ড।
সাকিব ছাড়া বাংলাদেশ দলের ১৮ সদস্যের সবাই আজ অনুশীলনে নেমেছেন। তাদের সঙ্গে ছিলেন ছিলেন দুই পেসার কামরুল ইসলাম রাব্বি ও শহিদুল ইসলাম। মূলত ব্যাটসম্যানদের নেটে বোলিং করতেই তাদের সঙ্গে রাখা হয়েছে। সর্বশেষ অস্ট্রেলিয়া সিরিজে ছিলেন না মুশফিকুর রহিম, লিটন দাস ও আমিনুল ইসলাম বিপ্লব। এই তিনজনকেও অনুশীলনে বাড়তি মনোযোগ দিতে দেখা গেছে।
১ সেপ্টেম্বর থেকে শুরু হবে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের পাঁচ ম্যাচের এই সিরিজ। এরপর ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর সিরিজের বাকি চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে। সিরিজের প্রতিটি ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা