বিশ্বের সেরা অলরাউন্ডার প্রিয় সতীর্থ সাকিব আল হাসানকে ছাড়াই ভারতে গেলেন ক্রিকেটাররা। সতীর্থর প্রতি আইসিসির নিষেধাজ্ঞা আসার পরদিনই তাদের ছুটতে হলো ভারতে। প্রিয় সতীর্থকে ফেলে রেখে ভারত সফরে যাওয়ার সময় বিমানবন্দরে মুশফিকুর রহিম সাংবাদিকদের বলেন, সাকিবের বিকল্প আসলে এখনও আমাদের নেই। তাকে অনেক বেশি মিস করব কারণ সাকিব আমাদের নাম্বার ওয়ান খেলোয়াড়।ভারত সফরে অনেক বেশি মিস করব সাকিবকে।
মাহমুদ উল্লাহ রিয়াদ প্রথমবারের মতো ক্যাপ্টেনের দায়িত্ব পেয়েছেন। তিনি বললেন, ‘প্রথমত আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে আমি চেষ্টা করব সর্বোচ্চ দিয়ে তা পালন করার। দেশের জার্সি গায়ে দিয়ে যখন নামব চেষ্টা করব দল হিসেবে আমরা যেন সেরাটা দিতে পারি।‘ সাকিবকে হারিয়ে তিনিও যেন আশাহত। এ প্রসঙ্গে বললেন, ‘সবাই জানি আমাদের দলের জন্য দেশের জন্য কত বড় আঘাত। ও কত বড় খেলোয়াড় সবাই জানি। হয়ত সে একটা ভুল করেছে, কিন্তু অপরাধ করেনি। আমাদের সকলের সমর্থন তার সঙ্গে আছে। আমরা সাকিবকে ভালোবাসতাম। আশা করি ভালো বেসে যাব।
হযরাত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বুধবার (৩০ অক্টোবর) ভারতের উদ্দেশে রওনা দেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা।
তিন ম্যাচ টি-টোয়েন্টি এবং দুইটি টেস্ট খেলার জন্য ভারত সফরে যাচ্ছে বাংলাদেশ। সাকিবকে ছাড়া ভারতের মতো দলের বিপক্ষে তাদের মাঠেই সাকিবের পরিবর্তে টি-টোয়েন্টি দলের দায়িত্ব বর্তেছে মাহমুদুল্লাহ রিয়াদের কাঁধে আর টেস্ট দলের দায়িত্ব পেয়েছেন মুমিনুল হক।
আগামী ৩ নভেম্বর দিল্লিতে ভারতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। আর সিরিজের শেষ টেস্ট খেলতে কলকতার ইডেন গার্ডেনসে নামবে বাংলাদেশ। এই টেস্টটি বাংলাদেশ এবং ভারত দুই দলেরই প্রথম দিবারাত্রির টেস্ট ম্যাচ হতে যাচ্ছে।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা