সিনিয়র সাংবাদিক দিল মনোয়ারা মনু রবিবার রাতে রাজধানীর বারডেম জেনারেল হাসপাতালে মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।
পারিবারিক সূত্র জানিয়েছে, রাত দেড়টার দিকে মনুকে হাসপাতালে নেয়া হয়। হাসপাতালে নেয়ার কিছুক্ষণ পরেই চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তার নামাজে জানাজা বিকাল ৩টায় জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হবে বলে প্রেসক্লাবের সভাপতি সাইফুল আলম ও সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন এক বার্তায় জানিয়েছেন।
তিনি বাংলাদেশ মহিলা পরিষদ এবং নারী সাংবাদিক কেন্দ্রসহ বিভিন্ন সংগঠনে সক্রিয় ছিলেন।
মনুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার জোহরের নামাজের পর লালমাটিয়ার বিবির মসজিদে দিল মনোয়ারার জানাজা হবে। পরে তাকে তার সংগঠন কচিকাঁচার মেলা প্রাঙ্গণে নিয়ে যাওয়া হবে। সেখান থেকে নেওয়া হবে প্রেসক্লাবে।সোমবারই জুরাইনে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
১৯৫০ সালের ২ সেপ্টেম্বর তিনি ফরিদপুরে জন্মগ্রহণ করেন। ইডেন কলেজে পড়াশোনার পর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় এমএ পাস করেন। ১৯৭৪ সালে ‘বেগম’ পত্রিকার সহসম্পাদক হিসেবে তিনি সাংবাদিকতায় যুক্ত হন। ১৯৮৮ সালে তিনি যোগ দেন ‘পাক্ষিক অনন্যা’য়। ২৫ বছর ‘অনন্যা’য় থাকার সময় তিনি নির্বাহী সম্পাদকের দায়িত্বও পালন করেন।
মনুর স্বামী শামসুল হুদা ভূমি অধিকার ও সংস্কার বিষয়ক বেসরকারি সংস্থা অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্টের (এএলআরডি) নির্বাহী পরিচালক।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা