কর্মক্ষেত্রে সহকর্মীর সঙ্গে প্রেমে জড়িয়ে পড়ায় চাকরি হারান স্টিভ
যুক্তরাষ্ট্রের নামী ব্র্যান্ড ম্যাকডোনাল্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা স্টিভ ইস্টারব্রুক সহকর্মীর সঙ্গে প্রেমে জড়িয়ে পড়ায় চাকরি থেকে বরখাস্ত হয়েছেন। খবর : বিবিসি’র।
ম্যাকডোনাল্ড বলেছে, প্রেমের সম্পর্কটি দুজনের সম্মতিতে হলেও তা আমাদের নীতির পরিপন্থী। এছাড়া স্টিভ ইস্টারব্রুক এর মাধ্যমে প্রতিষ্ঠানের একজন প্রধান কর্মকর্তা হিসেবে তার অদক্ষতার পরিচয় দিয়েছেন। তাই তাকে বরখাস্ত করা হলো।
ঘটনার সত্যতা স্বীকার করেছেন স্টিভ ব্রুক। তিনি এ নিয়ে কোম্পানির কর্মীদের একটি মেইল পাঠিয়ে বলেছেন, এটা ছিল আমার ভুল। কোম্পানির মূল্যবোধকে প্রাধান্য দিয়ে পরিচালক বোর্ড আমাকে সরিয়ে দেযার যে সিদ্ধান্ত নিয়েছেন আমিও তার সঙ্গে একমত।
১৯৯৩ সাল থেকে ম্যাকডোনাল্ডের লন্ডন শাখার ব্যবস্থাপক হিসেবে যোগদান করেন ৫২ বছর বয়সী ইস্টারব্রুক। ম্যাকডেনাল্ডে ২০১৩ থেকে তিনি নিয়মিত। ২০১৫ সালে সিইও হিসেবে নিয়োগ পান তালাকপ্রাপ্ত এই ব্যক্তি।
তবে, তার সেই সহকর্মীর কি পরিণতি হয়েছে সে ব্যাপারে কিছু জানায়নি। বিবিসি।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা