অনলাইন ডেস্ক
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে সচিবালয়স্থ কার্যালয়ে মুজিববর্ষ উপলক্ষে ভারতীয় হাইকমিশন কর্তৃক বঙ্গবন্ধুর সম্মানে তৈরি করা হয়েছে বিশেষ সংস্করণের হাতঘড়ি। মন্ত্রী এ বিশেষ সংস্করণে তিন ধরনের হাতঘড়ি উন্মোচন করে এ কথা বলেন।
এ সময় ওবায়দুল কাদের বলেন, ‘দু’দেশের সম্পর্কের আলোক শিখা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং শ্রীমতি ইন্দিরা গান্ধীর ধারাবাহিকতায় আজ দেশরত্ন শেখ হাসিনা এবং নরেন্দ্র মোদি’তে এসেও দীপ্যমান।’
মন্ত্রী বলেন, ‘সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিকসহ আঞ্চলিক ইস্যু এবং এগিয়ে যাওয়ার ক্ষেত্রে অভিন্ন প্রতিবন্ধতার বিরুদ্ধে কাঁধে কাঁধ মিলিয়ে দু’দেশের সরকার প্রধান কাজ করছে। ৭৫ পরবর্তী সময়ে গড়ে ওঠা সন্দেহ ও অবিশ্বাসের কৃত্রিম দেয়াল ভেঙে এখন রচিত হয়েছে আস্থা ও সৌহার্দের সেতু।’
ব্রিফিংয়ে ভারতের হাইকমিশনার বলেন, ‘বঙ্গবন্ধু বাংলাদেশের জাতির পিতা হলেও তিনি ভারতীয় জনগণের কাছে বীর। স্বাধীনতার পর ১৯৭২ সালের জানুয়ারিতে বাংলাদেশে আসার পথে ভারতীয় জনগণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যে উষ্ণতা ও ভালোবাসা দেখিয়েছিলেন তা তিনি স্মরণ করেন।’
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা