স্মার্টফোনের জন্য নতুন ইমেজ সেন্সর আনার ঘোষণা দিয়েছে স্যামসাং। তাদের দাবি, সেন্সরটির পিক্সেলের আকার বাজারে থাকা অন্যান্য সেন্সরের তুলনায় ছোট হবে।
এর আগে স্যামসাংয়ের ৪৮ ও ৬৪ মেগাপিক্সেলের সেন্সরে পিক্সেলের আকার ছিলো দশমিক ৮ মাইক্রোমিটার। এবার নতুন সেন্সরে থাকবে দশমিক ৭ মাইক্রোমিটার আকারের পিক্সেল।
স্মার্টফোনের সেলফি ক্যামেরার জন্য তৈরি ৪৩ দশমিক ৭ মেগাপিক্সেলের সেন্সরটির নাম আইএসওসেল স্লিম জিএইচ১। সেন্সরটির রেজুলেশন হবে ৭৯৬৮ বাই ৫৪৮০ পিক্সেল। বর্তমানে ৩২ মেগাপিক্সেল সেন্সরে পিক্সেলের আকার দশমিক ৮ মাইক্রোমিটার পিক্সেল।
ক্যামেরা সেন্সরে খুব ছোট আকারের পিক্সেল ছবিতে অতিরিক্ত নয়েজ তৈরি করতে পারে। তবে স্যামসাংয়ের হাই রেজুলেশনের সেন্সরটি একটু ভিন্নভাবে কাজ করবে।
কম আলোতে ছবি তোলার সময় সেন্সরটি চারটি পিক্সেল একত্র করবে। এরপর ১ দশমিক ৪ মাইক্রোমিটার পিক্সেলের লাইট সেন্সিভিটির সমন্বয়ে ১০ দশমিক ৯ মেগাপিক্সেলের ছবি তৈরি করবে।
কম আলোতে ভালো মানের সেলফি তোলার ক্ষেত্রে সেন্সরটি কাজে লাগবে। সেন্সরটির উৎপাদন শুরু হবে এই বছরের শেষে। ২০২০ সালের প্রথম ভাগে এটি বাজারে পাওয়া যাবে।
সূত্র:টেক শহর
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা