অনলাইন ডেস্ক
সঞ্জয় লীলা বনসালি তাঁর নতুন ড্রিম প্রজেক্ট নিয়ে আটঘাট বেঁধে নামতে চলেছেন। বড় বাজেটের এই ছবিতে বলিউডের বেশ কজন তারকা অভিনেতা-অভিনেত্রীদের দেখা পাওয়া যাবে। সিনেমার নাম দেয়া হয়েছে ‘লাভ এন্ড ওয়ার’।
ভারতীয় সংবাদমাধ্যম পিঙ্কভিলার তথ্যানুযায়ী, রনবীর কাপুর, আলিয়া ভাট ছাড়াও এতে অভিনয় করবেন ভিকি কুশল। বড় ক্যানভাসে এই ছবিটি নির্মাণের পরিকল্পনা নিয়েছেন পরিচালক। যার জন্য গাটছড়া বেঁধেছেন বলিউডের নামকরা প্রযোজনা সংস্থা জিও স্টুডিওর সঙ্গে। ইতিমধ্যেই সিনেমার প্রি-প্রোডাকশনের কাজ শুরু করে দিয়েছেন দেবদাশ পরিচালক।
অনেক দিন পর বনসালি আবার প্রেমের গল্প নিয়ে সিনেমা বানাতে চলেছেন। আগামী কয়েক মাস তিনি এই ছবির মিউজিক ও স্ক্রিপ্ট নিয়ে কাজ করবেন। আগামী বছর ক্রিসমাসে সিনেমাটি মুক্তি দেয়ার ইচ্ছা তাঁর।
এবছর শেষ দিকে ছবিটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। এই ছবির জন্য ২৫০ দিনের শুটিং প্ল্যান করেছেন তিনি। আলিয়া ভাট যশ রাজ ফিল্মের স্পাই ইউনিভার্সের শুটিং শেষ করে এরপর বনসালীর ছবির সঙ্গে যুক্ত হবেন। অন্যদিকে, এই মুহূর্তে রনবীর কাপুর ও ভিকি কুশল ‘রামায়না’ সিনেমার নিয়ে ব্যস্ত সময় পার করছেন।