অনলাইন ডেস্ক
বাজারে সবজির দাম চড়া থাকায় সাধারণ মানুষকে কেনা দামে সবজি খাওয়াতে বিনা লাভে সস্তার বাজার চালু করেছে পটুয়াখালীর একদল শিক্ষার্থী। স্বেচ্ছাশ্রমে চালু হওয়া এই বাজারে প্রতিদিন সবজি কিনতে ভিড় করেছেন ক্রেতারা। কম দামে সবজি কিনতে পেরে খুশি ভোক্তারা। সংশ্লিষ্টরা মনে করছেন, এমন উদ্যোগে বাজারে মধ্যসত্ত্বভোগীদের দৌরাত্ম্য কমে আসবে।
থরে থরে সাজানো রয়েছে টাটকা শাক-সবজি। পছন্দ অনুযায়ী এসব সবজি অল্প দামে কিনছেন ক্রেতারা। বাজারে সবজির দামে যখন লাগাম টানা যাচ্ছে না তখন কেনা দামে সবজি বিক্রি শুরু করেছে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে গঠিত পটুয়াখালীবাসী নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। তারা সরাসরি কৃষকদের কাছ থেকে সবজি কিনে মূল্য তালিকা দিয়ে শহরের বিভিন্ন স্থানে সবজি বিক্রি করছে।
এসব সবজির মধ্যে প্রতি আঁটি পুঁইশাক ২৫ টাকা, প্রতিটি লাউ ও পেঁপে ৪০ টাকা, পটল এক কেজি ৪৫ টাকা, কাঁচা কলা প্রতি হালি ২০ টাকা, চিচিঙ্গা ও বেগুন কেজি ৫০ টাকা এবং ডিম প্রতি হালি ৪০ টাকায় বিক্রি হচ্ছে। অল্প দামে সবজি কিনতে পেরে স্বস্তি ফিরছে ক্রেতাদের মাঝে।
উদ্যোক্তারা জানায়, বাজারে সবজির দাম বেড়ে যাওয়ায় এমন উদ্যোগ নেয়া হয়েছে। যেসব এলাকায় নিু আয়ের মানুষ বেশি থাকে সেখানেই বসছে এই বাজার।
করোনা মহামারির সময় বাড়ি বাড়ি খাবার পৌঁছে দেয়া, অসুস্থ রোগীদের অক্সিজেন সিলিন্ডার সরবরাহসহ মানবিক কাজে প্রশংসা পেয়েছে পটুয়াখালীবাসী সংগঠনটি।