অনলাইন ডেস্ক
মাঠে অসদাচরণের দায়ে ম্যাচ ফির ১৫ শতাংশ করে জরিমানা করা হয়েছে বাংলাদেশ পেসার তাসকিন আহমেদ ও জিম্বাবুয়ে পেসার ব্লেসিং মুজারাবানির। হারারে টেস্টের দ্বিতীয় দিনের তৃতীয় ওভারে বাংলাদেশের ব্যাটিংয়ের সময় একে অন্যের সঙ্গে তর্কে জড়িয়েছিলেন দুজন, যেটি গড়িয়েছিল ঠোকাঠুকি পর্যন্ত।
তাসকিন ও মুজারাবানির বিরুদ্ধে আচরণবিধির ২.২.১২ ধারা ভাঙার অভিযোগ আনা হয়েছে। এতে ম্যাচ ফি’র ১৫ শতাংশ জরিমানা দিতে হবে দুজনকেই। সাথে দু’জনই পেয়েছেন ১টি করে ডিমেরিট পয়েন্ট। বিষয়টি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
বৃহস্পতিবার দ্বিতীয় দিনের দ্বিতীয় ওভারে ব্লেসিং মুজারাবানির ওভারে অফ ড্রাইভে চার হাঁকান তাসকিন আহমেদ। এর পরের বল লাফিয়ে ওঠায় ছেড়ে দেন।
ছেড়ে দিয়ে নাচের অঙ্গভঙ্গিতে তাসকিন দেখাচ্ছিলেন কীভাবে বলটা আসল। তাতেই মুজারাবানি তেড়ে গিয়ে লেগে পড়েন কথার লড়াইয়ে।
কি কথা হয়েছিল সেটি অবশ্য দিন শেষে জানান তাসকিন, “ওদের সব পেস বোলার এসে আমাকে আক্রমণ করছিল, বাউন্সার মারছিল। ভালো জায়গায় বল করছিল। আউট করার চেষ্টা করছিল। আমি আসলে ভালো সামলাচ্ছিলাম। বিরক্ত হয়ে বেশ কবার আমাকে ও (মুজারাবানি) গালিও দিয়েছে। তবে তিন নম্বর বার যখন গালি দিয়েছে, তখন আমি তেড়ে গিয়েছি। বলেছি যে, ‘আমাকে কেন গালি দিচ্ছো? বোলিং দিয়ে পারলে কিছু করো!’ এটাই আসলে হয়েছে, তেমন কিছু না।”
অন-ফিল্ড আম্পায়ার মারাইস এরাসমাস, ল্যাংটন রুসেরে, টিভি আম্পায়ার আইনো চাবির দেওয়া অভিযোগের ভিত্তিতে তাঁদের এ শাস্তি দিয়েছেন ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট।
শাস্তি মেনে নিয়েছেন তাসকিন ও মুজারাবানি দুজনই। ফলে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।