অনলাইন ডেস্ক
শনিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে টাঙ্গাইলের সখীপুর উপজেলার কাহারতা ধূমকেতু মাঠে এক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা উদ্বোধনকালে এসব কথা বলেন মন্ত্রী।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী বলেন, আজ ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এটাই নাকি তাদের শেষ লড়াই। শেষ লড়াই হয়েছে বাংলাদেশে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময়, তারপর যা হয়েছে, তা হত্যাকাণ্ড।
বিএনপির নেতাদের উদ্দেশ্য করে আব্দুর রাজ্জাক বলেন, আপনারা বলেন, বাংলাদেশ নাকি খাঁদের পাড়ে। প্রকৃতপক্ষে বাংলাদেশ খাঁদের পাড়ে নয়, আপনারাই খাঁদের মধ্যে হাবুডুবু খাচ্ছেন, শুধু নাকটি জেগে আছে। আবার যদি দেশকে অস্থিতিশীল করতে চান, ওই খালের পানিতেই ডুবে যাবেন। আমরা এমনটি চাই না।
ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জোয়াহেরুল ইসলাম, টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, সখীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার, ইউএনও ফারজানা আলম, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, আওয়ামী লীগের সভাপতি শওকত শিকদার, সাধারণ সম্পাদক অনুপম শাজাহান জয় প্রমুখ উপস্থিত ছিলেন।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা