অনলাইন ডেস্ক
প্রকৃতির মাঝে বই পড়ার এই উদ্যোগটি নিয়েছেন ধানমন্ডির বাসিন্দা জাকিয়া রায়হানা রুপা। প্রথমে লেকের পাশে একটি বাক্স স্থাপন করেন তিনি। পরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার করলে আরও অনেকে হাত বাড়িয়ে দেন। আপাতত তিনটি বইয়ের বক্স বসানো হয়েছে। বসবে আরও ছয়টি। ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সাড়া ফেলেছে এই উদ্যোগ।
জানা যায়, মূলত জার্মানির বিভিন্ন পাকে বুক সেলফগুলোই উদ্যোক্তাকে এই চিন্তার খোড়াক যুগিয়েছে। এই চিন্তা থেকে ছোট ছোট বাক্সতেই এই ভিন্ন ধর্মী লাইব্রেরীর যাত্রা শুরু করেছেন।
পার্ক ঘুরে দেখা গেছে আগ্রহ নিয়ে এই ছোট ছোট লাইব্রেরী থেকে বেম কয়েকজন বই নিয়ে পড়ছেন। পার্কে সময় কাটাতে এমন উদ্যোগকে স্বাগত জানান তারা। তবে, পাশাপাশি এই উদ্যোগকে টিকেয়ে রাখতে সহযোগহীতা প্রত্যাশা করেন পার্কে আসা মানুষেরা। তারা বলেন এমন উদ্যোগ ইট পাথরের এই শহরে বই এর প্রতি মানুষের ভালোবাসা আরও বহুগুণে বাড়াবে।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা