পর্তুগালের রাজধানী লিসবনে অনুষ্ঠিত হয়ে গেল কূটনৈতিকদের নিয়ে আন্তর্জাতিক মেলা ‘বাজার ডিপ্লোমাটিকো ২০১৯’।
১৫ ও ১৬ নভেম্বর কংগ্রেস সেন্টার লিসবনে দুইদিন ব্যাপী এই মেলায় অংশ নিয়েছে বাংলাদেশসহ প্রায় ৪০টি দেশের দূতাবাস।
আন্তর্জাতিক কূটনৈতিক বাজার এ অংশগ্রহণকারী প্রত্যেকটি দেশ তাদের ঐতিহ্য, সংস্কৃতি, খাবারসহ নিজেদের দেশকে তুলে ধরে।
স্থানীয় পর্তুগিজ নাগরিকরা ছাড়াও এতে অংশ নেয় অংশগ্রহণকারী বিভিন্ন দেশের বিপুল সংখ্যক নাগরিক।
মেলায় অংশগ্রহণ করে বাংলাদেশ দূতাবাস লিসবন। শাড়ি, গামছা, শিকাসহ দেশীয় ঐতিহ্যবাহী উপকরণের মাধ্যমে গ্রামীন আদলে সাজানো হয় বাংলাদেশ প্যাভিলিয়ন। দেশীয় ঐতিহ্য ও হস্তশিল্প বিশেষভাবে তুলে ধরা হয় সেখানে।
বাংলাদেশ প্যাভিলিয়নে মসলিন, জামদানী এবং উপজাতি তাঁত শিল্পকে বিশেষ গুরূত্ব সহকারে তুলে ধরা হয়। মসলিন, জামদানী এবং উপজাতি তাঁত শিল্পকে পরিচিত করার জন্য পর্তুগিজ ও ইংরেজি ভাষায় প্যাম্পলেট প্রকাশ করে দূতাবাস।