অনলাইন ডেস্ক
আগের দিনের ৪ উইকেটে ২৫৩ রান নিয়ে দ্বিতীয় দিন ব্যাটিং শুরু করে বাংলাদেশ। শুরুতেই হাসান আলীর পেসে লেগ বিফোরের ফাঁদে পড়ে ফেরেন সেঞ্চুরিয়ান লিটন। ওভারের অন্যান্য বলগুলোর মতো এই ডেলিভারি পিচ করে অফস্ট্যাম্প করিডোর দিয়ে বাইরে চলে যায়নি বরং, ইনসুইং করে ঢুকে যায় মিডল-লেগ চ্যানেলে। এই বলে পরাস্ত হবার সাথে সাথে শেষ হয় লিটনের ১১৪ রানের ইনিংস, আর ২৫৫ রানে পঞ্চম উইকেট হারায় স্বাগতিকরা। ৫ম উইকেট জুটিতে বাংলাদেশের পক্ষে রেকর্ড পার্টনারশিপটি তাই দাঁড়ালো ২০৬ রানের।
এর আগে প্রথম দিন ৪৯ রানে ৪ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়লেও মুশফিকুর রহিম ও লিটন দাসের ব্যাটিং দৃড়তায় ঘুরে দাড়ায় বাংলাদেশ। লিটন-মুশফিকের এই বিশাল জুটির পর ব্যর্থ হয়েছেন অভিষিক্ত ইয়াসির আলী। মাত্র ৪ রান করে হাসান আলীর তৃতীয় শিকারে পরিণত হন চট্টগ্রামের এই ক্রিকেটার। তবে অফস্পিনিং অলরাউন্ডার মেহেদী মিরাজকে নিয়ে সেঞ্চুরির দিকেই এগিয়ে যাচ্ছেন মুশফিকুর রহিম। তিনি এখন ব্যাট করছেন ৯১ রান নিয়ে। আর দ্বিতীয় দিনের প্রথম ঘণ্টার খেলা শেষে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেট হারিয়ে ২৭৬ রান।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা