অনলাইন ডেস্ক
বৃহস্পতিবার (২ মার্চ) ইনদোর টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনের প্রথম এক ঘণ্টা বেশ স্বাচ্ছন্দ্যেই পার করেছিল অস্ট্রেলিয়া। আগের দিনের দুই অপরাজিত ব্যাটার পিটার হ্যান্ডসকম্ব ও ক্যামেরুন গ্রিন ছিল পিচে। স্কোরবোর্ডে যখন ৪ উইকেটে ১৮৬ রান, তখনই শুরু হয় অজি ব্যাটারদের ছন্দপতন। ১৯ রান করা হ্যান্ডসকম্বকে ফিরিয়ে দিনের প্রথম আক্রমণটি করেন অশ্বিন। এ জুটি ভাঙার পরই ম্যাচে ফেরে ভারত।
সেই সাথে শুরু হয় অজি ব্যাটারদের আসা-যাওয়ার মিছিল। একে একে সাজঘরের পথ ধরেন গ্রিন (২১), মিচেল স্টার্ক (১), অ্যালেক্স ক্যারে (৩), টড মার্ফি (০) আর নাথান লিয়ন (৫)। শেষ পর্যন্ত ১৯৭ রানে গিয়ে থামে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস।
জাদেজা আগের দিনই ৪ উইকেট নিয়েছিলেন। দ্বিতীয় দিনে ৩টি করে উইকেট নিজের নামের পাশে যোগ করেন অশ্বিন আর উমেশ। ৮৮ রানে পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিং শুরু করে স্বাগতিকরা।
কিন্তু, ৮৮ রানের লিড পেরোনোর লক্ষ্য নিয়ে ২য় ইনিংসে ব্যাট করতে নামা ভারত ৮৮ রানের আগেই হারিয়ে বসে ৪ উইকেট। দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ দুই ওপেনার রোহিত শর্মা ও শুভমান গিল। দুজনকেই ফিরিয়েছেন নাথান লায়ন।
এরপর, অভিজ্ঞ ও পরীক্ষিত ব্যাটার চেতেশ্বর পূজারা একপাশ আগলে রেখে সাক্ষী হন নিয়মিত বিরতিতে সতীর্থদের সাজঘরে ফেরার দৃশ্যের। এ ইনিংসেও ব্যর্থ ভিরাট কোহলি। প্রথম ইনিংসে ৫ উইকেট পাওয়া ম্যাথু কুনেহানের বলে মাত্র ১৩ রানে লেগ বিফোরের ফাঁদে পড়েন তিনি। এরপর কেবলমাত্র শ্রেয়াস আইয়ার ২৬ রান করেছেন। বাকি সবাই ফিরে যান দুই অঙ্কে পৌঁছানোর আগেই।
শেষদিকে নাইট ওয়াচম্যান হিসেবে ব্যাট করতে থাকা আকষার প্যাটেলকে হিট করে খেলার ইঙ্গিত দিয়েছিলেন অধিনায়ক রোহিত শর্মা। তিনি সেভাবে চেষ্টাও করেছিলেন। কিন্তু অন্যপ্রান্তে থাকা কেউই তাকে দিতে পারেননি উপযুক্ত সঙ্গ। ফলে স্বাগতিকদের ইনিংস থামে ১৬৩ রানে।
শুক্রবার (৩ মার্চ) ৭৬ রানের লক্ষ্য তাড়া করতে ব্যাট হাতে নামবে মাইটি অজিরা।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা